আমাদের কথা খুঁজে নিন

   

মুই একি দেখিলাম, মুই একি হেরিলাম

আজকাল দেখি সবাই ফেসবুকে ঈমানের পরীক্ষা দিতে দিতে হয়রান। কেউ শেয়ার করছে মাছ, মাংশ, গাছ, লতা পাতার গায়ে আল্লাহর নামঅলা ছবি। আবার কেউ শেয়ার দিচ্ছে শতফুট লম্বা কঙ্কালের ছবি যেখানে লেখা পবিত্র কোরআনে বর্নিত আদ ও সামুদ জাতির কঙ্কাল। আজকের ঘটনা আরো বিচিত্র, আজকে দেখলাম একজন একটা ছবি শেয়ার করল যেখানে লেখা "আপনি যদি আল্লাহকে ভালবাসেন তাহলে লাইক ও শেয়ার করুন, ভালো না বাসলে এড়িয়ে যান"। কি আজব!!! এসব ছবিতে লেখা থাকে মুমিন মুসলিম হয়ে থাকলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। আজকাল ফেসবুক পেজের এডমিন ঈমানের পরীক্ষা নিচ্ছে। কেন ভাই, আপনি কি জানেন না আপনার ঈমান কতটুকু??? ফেসবুকে লাইক না দিলে ঈমান চলে যাবে এমন কথা কি কোরআন হাদিস কোথাও আছে??? এগুলো শেয়ার করলে আপনার ঈমান বাড়বে না, বরং মুসলিম হিসেবে আপনার ঈমানের দুর্বলতাই প্রকাশ পাবে।  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।