আমাদের কথা খুঁজে নিন

   

মসজিদে ছবির প্রচারণা বন্ধ করে ঈমানদারের পরিচয় দিন

ফিকির করলে বুঝা যাবে, খালিক্ব, মালিক, রব মহান আল্লাহ পাক উনার রহমত থেকে কেন আমরা বঞ্চিত? বাংলাদেশসহ পৃথিবীর কয়টি ঘর আছে, বাড়ি আছে, অফিস আদালত আছে, রাস্তাঘাট আছে, যেখানে টিভি, ভিসিআর, ডিস এন্টিনা নেই, ছবি নেই? হিসাব করলে দেখা যাবে সংখ্যা নগণ্য। কেননা যেখানে খালিক্ব, মালিক, রব মহান আল্লাহ পাক উনার ইবাদতখানা মসজিদে অসংখ্য ছবি থাকে, সিসি টিভির মাধ্যমে ইমাম সাহেবের ছবি মসজিদের বিভিন্ন তালায় বসে বড় পর্দায় দেখা যায়। মসজিদের টিনে, দিয়াশলাইতে, মোমবাতি, আগরবাতির প্যাকেটে ছবি থাকে, সেখানে কিভাবে খালিক্ব, মালিক, রব মহান আল্লাহ পাক উনার রহমতের আশা করা যায়? কিভাবে ইবাদত-বন্দেগী, নামায কালাম কবুল হওয়ার আশা করা যায়? ফিক্বাহের কিতাবে ফতওয়া দেয়া হয়েছে, ইমাম সাহেব-এর ডানে বামে সামনে - পিছনে উপরে নিচে যদি কোনো প্রাণীর ছবি থাকে আর ওই ইমাম সাহেবের পিছনে কোটি কোটি মুক্তাদি নামায আদায় করে তবে সকলের নামায দোহরায়ে পড়া ওয়াজিব। নচেৎ তারা মাকরূহে তাহরীমীর গুনাহে গুনাহগার হবে। অত্যন্ত দুঃখজনক কথা হলো, ৯৭ ভাগ মুসলমানের এই দেশে খালিক্ব, মালিক, রব মহান আল্লাহ পাক উনার ঘর পবিত্র মসজিদে ছবির প্রচারণা চালানোর মাধ্যমে ইহুদী-খ্রিস্ট চক্রের আদলে মুসলমানদের রহমত হতে মাহরূম করার, ইবাদত-বন্দেগী নষ্ট করার পাশাপাশি হারাম ছবিকে ইমামের মাধ্যমে হালাল করার প্রক্রিয়ায় মুসলমানদের কুফরীতে লিপ্ত করার কর্মসূচি গ্রহণ করেছে তথাকথিত ব্যক্তিবর্গ।

যারা ইসলাম ও মুসলমানদের বিরোধিতায় নিজেদের ক্ষমতার দাপটে মসজিদভিত্তিক ছবির প্রচারণাকে ধর্মের বিরুদ্ধে খালিক্ব, মালিক, রব মহান আল্লাহ পাক তিনি ও উনার রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বিরুদ্ধে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছে। মুসলমানদের সচেতন হওয়া আবশ্যক। তথাকথিত মুসলমান দাবীদার গুমরাহ স্বার্থন্মেষী ব্যক্তিদের দ্বীন ইসলাম উনার বিরোধী অপতৎপরতা থেকে দূরে থেকে খালিক্ব, মালিক, রব মহান আল্লাহ পাক তিনি এবং উনার রসূল সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের অধিকতর খুশি খুশি করার চেষ্টা করা। আমাদের আবেদন, সরকারসহ সকলেই দ্বীন ইসলাম উনার বিরোধী অপতৎপরতা বন্ধ করে খালিছ তওবা করে সঠিক ইসলামী আদর্শ উনার অনুসরণ করুক। খালিক্ব, মালিক, রব মহান আল্লাহ পাক তিনি সকলকে হিদায়েত ও ছহীহ্্ সমঝ দান করুন।

(আমীন) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.