আমাদের কথা খুঁজে নিন

   

সিরাজগঞ্জে আ. লীগ-হেফাজত সংঘর্ষ

শুক্রবার জুম্মার নামাজের পর এ সংঘর্ষ হয় বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়দের বরাত সদর থানার ওসি রফিকুল ইসলাম খান বলেন, শহরের মাহমুদপুর দক্ষিণপাড়া জামে মসজিদ থেকে জুম্মার নামাজ শেষ হওয়ার পর হেফাজতে ইসলামের নেতাকর্মীরা এক যুবলীগ কর্মীকে মারপিট করে এবং ব্লগারদের শাস্তির দাবিতে শহরে মিছিল নিয়ে যাবার চেষ্টা করেন।
এরপর দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
এর ঘণ্টাখানেক পরে হেফাজতে ইসলাম ও বিএনপির নেতাকর্মীরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে মাহমুদপুর উত্তরপাড়ার দিকে এগিয়ে এলে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে আবারো সংঘর্ষ হয়।
হেফাজতে ইসলাম-বিএনপি এবং আওয়ামী লীগের সংঘর্ষের সময় ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও মারপিটের ঘটনা ঘটেছে।
রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় বলে জানান তিনি।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে ১৬ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.