আমাদের কথা খুঁজে নিন

   

ঘুম আর বয়সের চাঁদ দেখা

কবিতা কোম্পানী (প্রাঃ) লিমিটেড এমন একটা সময় থাকে যখন দানব ঘুমায় বুকে নষ্ট বয়স অল্প সময় ছিন্ন মনের বন্ধ কপাট জোরেসোরে টেনে আবার কথামালায় চোখটা ভেজায় গোপন অন্তঃসারে, কেউ জানে না কবে কখন রাত্রি অভিসারে প্রেমিকারই অভিমানে আমার হৃদয় মুক্ত করে পরাজিত বয়স তখন পালায় চুপিসারে দানব, ওহে দানব শোনো এইটা আমার সুপ্ত শরীর বাঁধন আগল আশঁটে খোলস সময় মনের গহীন কোনে অলস ঘুমে ব্যপ্ত মানুষ যে কখনও শিশুও হয়, রাত্রি জেগে ঠিক পাহারায় একটু ঘুমায় আবার জাগে, তীরন্দাজের বাকল ছিড়ে দুরে পালায় একা একা একটি দানব কি আর পারে সবুজ মাঠে চোখ বুজে সে ঘুমিয়ে থাকে তারপর তো সময় আসে মানুষ তখন ঘুমিয়ে থাকে, সঙ্গোপনে ক্লান্ত শরীর আর পারে না বইতে সে ভার যা কিছু তার স্মৃতিসমেত সুখের দাহ ঝাপসা চোখে পুড়তে থাকে ভোগের মোহ দানব মানব আমার দেহ মুক্ত করো খানিক সময় আমায় শুধু দাও অবসর কতটা আকাশ কত যে নীলে শেষ ঠিকানা চিনতে গিয়ে আর কখনও না যেন ঠকি এ বয়সে কাদার মত বিলাসিতা মেঘের উপর আসলে কি চাঁদ মারছে উঁকি!  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।