আমাদের কথা খুঁজে নিন

   

অন্য একটা রূপকথার গল্প

মাথায় অনেক গল্প আসে; কিন্তু লেখার মত পর্যাপ্ত ধৈর্য-শ্রম-অধ্যবসায় নেই। গল্পগুলোকে তাই ছোট করে কবিতা বানাই.... তখনও নিথর চোখে অবাক তাকিয়ে ছিল নির্যাতিতা রাজকন্যা তখনও শব্দগুলো বাতাসে ছড়িয়ে ছিল - বিচ্ছিন্ন তবে ভরপুর; মানসিক আদালতে রায় হয়ে গেছে তার - যাবজ্জীবন কারাদন্ড ! এবং এসব জেনে তখন তোমার মত রাজকন্যার চোখ টলমল... তখনও হয়তো কিছু সম্ভাবনা ছিল - উন্মাদনায় পরিপূর্ণ তখনও হয়তো কিছু পথ বাকি ছিল তবে উল্লেখযোগ্য তো ছিল না ! গল্পের চোরাপথে সত্য লুকানো ছিল, আমি জানি সত্যটা ভয়ানক এবং এসব জেনে তখন তোমায় আর বিস্তারিত বলা হয় না... সবশেষে চোখ তুলে রাজকন্যা বলে, 'আমি যদি ঘুমপরী হয়ে যাই?' আমিও দুচোখ তুলে সরাসরি বলে ফেলি, 'সেইটাই সবচেয়ে ভাল হয় ! একটা পৃথিবী তুমি হারিয়ে ফেলেছো আর, একটা পৃথিবী তুমি পাও নি; মেঘের ওপারে জানো, আরেক পৃথিবী আছে - তোমায় গভীর ভালবাসতে...' রাজকন্যা তবু ছলছল চোখে বলে, 'আচ্ছা, এসব তুমি জানতে?' আমি 'জানতাম' নাকি 'জানতাম না' সেটা গল্পের অংশ তো ছিল না রাজকন্যার দিকে তাই কিছুক্ষণ আমি চুপচাপ চেয়ে থাকি তারপর ফিসফিস করে বলি, 'ঘুমাও ঘুমাও তুমি, আমার আদুরে রাজকন্যা...' স্কেচ: আমার আঁকা, ঘুমপরী।  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.