আমাদের কথা খুঁজে নিন

   

২০১২-১৩ মৌসুমে ইউরোপের সেরা ফুটবল একাদশ

ইকার এর নিঃসঙ্গ বচন এমনই এক প্রতিদ্বন্দ্বিতাপুর্ন অবস্থায় এসে দাঁড়িয়েছে বর্তমান ফুটবল , এগারো জন "সেরা" ফুটবলার নির্বাচন করাটা দিন দিন কঠিন হয়ে যাচ্ছে । তাও সাহস করে হাত দিলাম । এই মৌসুম শেষ । এই মৌসুমে খেলোয়াড়দের গোলসংখ্যা , এসিস্ট এবং দলে তাদের অবদান হিসেব নিকেশ করেই এই দলটি বানাচ্ছি । কোনপ্রকার "ব্যক্তিগত দক্ষতা" এখানে বিবেচনা করা হয়নি ।

এমন না , যে এই ১১ জন খেলোয়াড়ই বর্তমানে ইউরোপের "সেরা" ১১ জন । বরং এই ১১ জন হলেন আমার দৃষ্টিতে এই মৌসুমের " সেরা পারফর্মার " । _________________________________________________ ফর্মেশনঃ ৪-২-৩-১ গোলকিপারঃ অন্যান্য বার এই পজিশনে প্রতিদ্বন্দ্বিতা করার মত অনেকেই থাকতেন । এবার সে সুযোগ নেই । পার্ফর্মেন্সের দিক থেকে সবাইকে ছাড়িয়ে গিয়েছেন জার্মানি এবং বায়ার্নের কিপার ম্যানুয়েল নয়ার ।

৬ ফিট ৩ ইঞ্চি উচ্চতা বিশিষ্ট এই গোলকিপার গেল মৌসুমে অনন্য অবদান রেখেছেন বায়ার্ন কে ট্রেবল জেতাতে । চ্যাম্পিয়ন্স লিগের নকয়াউট পর্বে টানা চার ম্যাচে রেখেছিলেন ক্লিন শিট । ( কোয়াটারে জুভেন্তাস আর সেমিতে বার্সা ) । সাথে ফাইনালে ৮ টি দুর্দান্ত সেভ করে দলকে এনে দেন তাদের ৫ম চ্যাম্পিয়ন্স লিগ । রাইট ব্যাকঃ আলভেস ছিলেন ।

ছিলেন রাফায়েল কিংবা ইভানোভিচ । সাথে ডর্টমুন্ডের তরুণ পিসজেক । কিন্তু নিজ দলকে ট্রেবল জেতানো , বায়ার্ন এবং জার্মানির অধিনায়ক ফিলিপ লাম অনন্য । নিজে নির্বাচিত হয়েছেন বুন্দেসলিগার সেরা রাইট ব্যাক । তার থেকে বেশি ইন্টারসেপশান কেবল ড্যানি কারভাজালের , আর ইউসিএল এ রাফায়েল ভারানের ।

ডান প্রান্তে আরইয়েন রবেনের সাথে তার বোঝাপড়াটা যে আসলে কতখানি ভয়ানক হতে পারে , টা বোঝা গিয়েছে এবারে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে বার্সার বিপক্ষে । তাই আমার রাইট ব্যাক , ফিলিপ লাম । সেন্টার ব্যাকঃ এসি মিলান ছেড়ে গত মৌসুমেই যোগ দিয়েছেন দলে । কিন্তু পিএসজি তাকেই বানিয়েছে দলের অধিনায়ক । এই ভরসার প্রতিদান দিতে ভুল করেননি তিনি ।

রক্ষনভাগে সামনে থেকে নেতৃত্ব দিয়ে দলকে জিতিয়েছেন ফ্রেঞ্চ লিগ । প্রায় একাই রক্ষনদুর্গ সামলে ওরকম ভাঙ্গাচোরা ডিফেন্স নিয়েও চ্যাম্পিয়ন্স লিগের কোয়াটারে নিয়েছেন দলকে । তিনি থিয়াগো সিলভা । আরেক জন আছেন । ৬ ফিট ৩ ইঞ্চি উচ্চতা ।

উচ্চতার সাথে মানানসই শারীরিক গঠন । সেট পিস থেকে উড়ে আসা লং বল সামলাতে তার মত পারদর্শী ইউরোপে আপাতত নেই । ডর্টমুন্ডের যে এই অপ্রত্যাশিত সাফল্য , তার নেপথ্যে হয়তো গোতজে-রেউস । কিন্তু তাদের আক্রমনভাগ যার কাঁধে রক্ষনের ভার টা নিশ্চিন্তে দিয়ে রাখেন তিনি হলেন ম্যাট হামেলস । বুন্দেসলিগার সেরা এই রক্ষন প্রহরী এবার চ্যাম্পিয়ন্স লিগেরও সেরা ৩ ডিফেন্ডারের একজন ।

লেফট ব্যাকঃ মার্সেলোর ইনজুরি , কোল আর এভরার অফফর্মে আসলে লেফট ব্যাক পজিশনে জর্দি আলবার প্রতিদ্বন্দ্বী কেউ ছিলনা । কিন্তু বায়ার্নের ২২ বছর বয়সী এক লেফট ব্যাকের হিসাব নিকাশ ছিল আলাদা । সবাইকে চমকে দিয়ে এই বছর যে পারফর্মেন্স দেখালেন লিগ এবং চ্যাম্পিয়নস লিগে - টা প্রায় বাধাই করে রাখার মত । এখন তো আলোচনাই শুরু হয়ে গিয়েছে , রবার্তো কার্লোস - ফিগো জুটির পরে রিবেরি এবং তার লেফট উইং এর জুটিটাই সেরা কি না ! এমনই এক পারফর্মেন্সের কারনেই উয়েফার সেরা একাদশেও স্থান করে নিয়েছেন ডেভিড আলাবা । হোল্ডিং মিডফিল্ডারঃ পরিসংখ্যান দিয়ে আসলে বুঝানো যাবেনা কি দুর্দান্ত এক মৌসুম কাটিয়েছেন অল্ট্রো ভিদাল ।

জুভেন্তাসের হয়ে এই মৌসুমে এতটাই চোখ ধাধানো ছিল তার পারফর্মেন্স , যে জিতেছেন সিরি এ এর সেরা মিডফিল্ডার এর পুরস্কার । অবিশ্বাস্য ইন্টারসেপ্টিং , অফুরান স্ট্যামিনা আর কার্যকরী পাসিং - আধুনিক ফুটবলে অল্ট্রো ভিদাল আসলে একজন কমপ্লিট মিডফিল্ড প্যাকেজ । সেন্ট্রাল মিডফিল্ডারঃ বাস্তিয়ান শোয়ানস্টাইগার । প্যাচাল পারার প্রয়োজন বোধ করছি না । লেফট উইঙ্গারঃ ক্রিস্টিয়ানো রোনালদো ।

এখানেও প্যাচাল নাই । রাইট উইঙ্গারঃ গ্যারেথ বেল । নো প্যাচাল । নাম্বার ১০/ সাপোর্টিং স্ট্রাইকারঃ লিওনেল মেসি । নো প্যাচাল ।

স্ট্রাইকারঃ চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় শীর্ষ গোলদাতা লেওয়ানডোস্কি ছিলেন । ছিলেন প্রিমিয়ার লিগের টপ স্কোরার ভ্যান পার্সি । কিন্তু শুধু গোলসংখ্যা নয় । লুইস সুয়ারেজের পারফর্মেন্সটা আসলে সংখ্যা দিয়ে বিচার করার মত কিছু না । ইভানোভিচকে কামড় দিয়ে প্রায় ১৫ ম্যাচের মত নিষিদ্ধ হয়েছিলেন ।

তাই পার্সির চেয়ে অনেক কম ম্যাচ খেলেও তার গোলসংখ্যা প্রায় সমান সমান । সবমিলিয়ে ৩০ গোল আর ১১ এসিস্ট । জিতেছেন প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড়ের পুরস্কার । তাই লুইস সুয়ারেজ হলেন আমার একাদশের স্ট্রাইকার । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।