আমাদের কথা খুঁজে নিন

   

কৃতজ্ঞতা

সময় এলো, এবার শুকুর কর, এবার ক্ষান্ত হও। সৃষ্টির যত পার্থিব সম্পদ, সকল পুষ্পমাল্য, অথবা নারীর মাংসের ঘ্রাণ— শুভ্র, শ্যাম, পীত— নাই বা শোঁকা হল; এবার শুকুর কর। জানি : পাগলা ঘোড়া ছুটেছে আবার; তুমি পুনরায় তার পিছু ধেয়ে চল, আবিরত— বারংবার। এবার ব্রীড়া হোক, এবার শমী হও, বলো : শুকরিয়া, মেহেরবানী। ষষ্ঠেন্দ্র, ষড়রিপু, হস্ত-পদ-বাকযন্ত্র, মস্তিষ্কের সাথে সাথে এরাও চালায় কর্ম সু-মন্দ : বহালতবিয়তে। তাই ভালো আছি, ভালো থাকি, রাত্রে নিদ্রা সুগভীর। সৌভাগ্য আমার : মুনাফার ব্রীহি চিনতে পেরেছি অবশেষে। তাই শুকুর-গুজারেশ তাঁর দরবারে বারেবার। ১৫/০৫/১২

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।