আমাদের কথা খুঁজে নিন

   

কবিতা:চৈতালী লোক

আমি লিখি মানুষের কথা,মানুষ পড়ে না। কবিতা:চৈতালী-লোক @ তুষার আহাসান আলোক-সন্ধ্যায় রোজ রাজপথ ছাড়ি সুলভের হাতছানি ঘুঙুরে-মাদলে আলে শুয়ে থাকা কাদমাটি-জোছনা কুয়াশায় ভিজে যাওয়া বৃষ্টি-আদলে। বিষুবরেখায় জাগে জীবনের পাকদন্ডী তপস্যা-পাথর চোখের ভেতর ওড়া প্রজাপতি ধরি বেহিসেবী কথা বলে ঝিনুকে-শামুকে জল ছিটিয়ে ভেঙে দিই আলো বিভাবরী। বুনো ঘোড়ার শব্দে জাগে রাত তারার কাছেই ছিল ভোরের সুখবর ধানজমি কথা দেয় উর্বরতার অবকাশে পাখির ডানায় বাঁচে পাতার বিবর ওড়ার বাজনা বাজে সুখ রাজ্যময় সর্পিল শব্দে গাঁথা শাপান্তের শোক হেঁটে চলা আদিম পায়ে জন্মান্তরের দাগ শিশুর হাসিতে ভোলা চৈতালী-লোক।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।