আমাদের কথা খুঁজে নিন

   

আমরা বড়ই সচেতন

বিশ্ব ব্যাংক পদ্মা সেতুর অনুদানের জন্যে তদন্ত কমিটি গঠন করেছে। এটা আমাদের জন্যে অপমান জনক নয়। সরকারের তাই ধারনা। সরকার পদ্মার উপর একটা সেতু করলে বিরোধী দল নাকি আবার আরেকটা করবে... বিরোধী দলের বেশ ভালই প্রতিশ্রুতি। এই সকল মন্তব্য প্রতিশ্রুতি গুলো আসলে প্রমাণ করে যে আমরা পৃথিবীর ১১তম সুখী দেশ।

আমরা সুখী বলেই অপমান গায়ে লাগেনা। হাস্যকর প্রতিশ্রুতি পাই আর হা হা, হে হে, হো হো করে হাসি। আমরা আসলেই খুব সুখী যে দারুণ দুটি দল আমরা সরকার ও বিরোধী দলে পেয়েছি। একি ??? আমি একজন সচেতন মানুষ হয়ে দুদলের পক্ষে কথা বলছি কি করে? আমরা তো এমন নই যে দুদলেরই পক্ষে বা বিপক্ষে কথা বলবো। আমরা বড়ই সচেতন মানুষ।

যদিও আমাদের সমর্থিত দলের কুকীর্তি, ভুল বা আবল তাবল প্রলাপ এক মুহূর্তের জন্যে হলেও নিজ বিবেকের প্রশ্নের মুখে আমাদের দার করায়। আমাদের একটু হলেও ভাবায়। তবু এই ভাবনা ক্ষণিকের। কারণ আমাদের প্রতিদ্বন্দ্বী আছে। আমি যে দলের সমর্থক নই, সে দলের সমর্থক তো আমদের প্রতিদ্বন্দ্বী-ই।

ওরাই বরং ভাবায় বেশি। ওরা তো আজ বেশ কথা শোনাবে দলের এই কুকীর্তি, ভুল বা পাগলের প্রলাপের জন্যে। তাই মাথার ভেতরে চিন্তা নামক বিশেষ কিছু তখন খুব ব্যস্ত হয়ে ওঠে দোষ গুলোর পক্ষে যুক্তি খুঁজতে। যুক্তি তর্ক নামক ঝগড়ায় ব্যর্থ হলে প্রতিশোধের অপেক্ষা। অপেক্ষা খুব বেশি সময়ের নয়।

দিন ফুড়ুতেই পেয়ে যাই উপলক্ষ। কে পায় তখন। শুনিয়ে দেই আমরাও। ওরাও খুঁজতে থাকে যুক্তি। এটা সর্বদাই চলিত বর্তমান কাল।

চলছে তো চলছে। এই যে ‘ওরা’ আর ‘আমরা’... সবাই মিলেই তো ‘আমরা’। আমরা তো পাশাপাশি থাকি...একই অফিসে... পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠানে... একই কলেজ বা ইউনিভার্সিটিতে... একই সমাজে। আমাদের সুখে দুখে আপদে বিপদে এই আমরাই তো মিলেমিশে একাকার... আমাদের জন্যে তো আমারই কাঁদি, আমরাই হাসি... সবকিছুর শেষে তো আমাদের স্বপ্ন এক বিন্দুতেই মিলে। আমরা একটি সুখী দেশ চাই... তবু এক অদ্ভুত শক্তি আমাদের দুভাগ করে রাখে।

আসলে ঠিক দুভাগ নয়। তবে তর্ক নামক ঝগড়াটা আমাদের দু দলের মধ্যেই বেশি। আমরা সাহসী জাতি বলেই হয়তো হারতে চাইনা। আর তাইতো নিজ সমর্থিত দলের দোষ দেখেও দেখিনা... এমন আরও অনেক কিছুই আমরা দেখেও দেখিনা। আমাদের স্বপ্ন পুড়নের চেষ্টা টা তাই এক হয় না।

এটাই আমাদের সচেতনতা... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।