আমাদের কথা খুঁজে নিন

   

টাঙ্গাইল-৩ আসন উপ-নির্বাচন /১৮ নভেম্বর ভোটগ্রহন

আমি নিজের জন্য আগামী ১৮ নভেম্বর ভোটগ্রহণের দিন নির্ধারণ করে টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন(ইসি)। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ এ তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন দাখিলের শেষ তারিখ ১৮ অক্টোবর, মনোনয়ন যাচাই-বাছাই ২১ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১ নভেম্বর। তফসিল ঘোষণা শেষে সিইসি বলেন, কোন উপনির্বাচন জাতীয় সংসদ নির্বাচনের মডেল হতে পারে না।

এ হিসেবে গাজীপুর-৪ আসনের উপনির্বাচন কোন ‘মডেল নির্বাচন’ নয়। অনেকটা রাগত স্বরে সিইসি বলেন, গাজীপুর-৪ উপনির্বাচনকে কমিশনের তরফে কে মডেল নির্বাচন বলেছে? কেউ বললে বলতে পারে, আমি জানি না। আমি এ কথা বলি নি। গাজীপুরের মতো নির্বাচন হলে তা কতটুকু গ্রহণযোগ্য হবেÑ এমন প্রশ্নের জবাবে কাজী রকিব বলেন, উপনির্বাচন তো উপনির্বাচনই। জাতীয় নির্বাচনের ইন্টারেস্ট আর উপনির্বাচনের ইন্টারেস্ট এক নয়।

উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর গাজীপুর-৪ এর নির্বাচনী এলাকায় গিয়ে সিইসি বলেছিলেন, ভোটারদের নির্বিঘেœ ভোট দিতে সব ধরনের ব্যবস্থা নেয়া হবে। গাজীপুর-৪ উপনির্বাচনকে শান্তিপূর্ণ করার জন্য সকল ধরনের নিরাপত্তার ব্যবস্থা করে একটি মডেল নির্বাচন করা হবে। সিইসি’র এমন বক্তব্য পরদিন গণমাধ্যমে প্রকাশিত হয়। গত ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত উপনির্বাচনের সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে সিইসি টাঙ্গাইল-৩ উপনির্বাচনও সুষ্ঠুভাবে সম্পন্ন করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, গাজীপুর-৪ উপনির্বাচন সুন্দর পরিবেশে হয়েছে।

ভোট পড়ার হার আমেরিকান স্টান্ডার্ডে ভালো। তবে আমাদের এখানে ৮০-৯০ শতাংশ ভোট পড়ার নজির আছে। এ বিবেচনায় গাজীপুর-৪ এ ভোট কাস্ট কম হয়েছে। তবে ভোট দিতে গিয়ে ভোটাররা কোনো বাধার সম্মুখীন হয়নি। সুষ্ঠু নির্বাচন হয়েছে।

উপনির্বাচনে বিরোধী দলের অনুপস্থিতি, বৃষ্টি, ভোটার স্লিপ বিতরণ না হওয়া, একই পরিবার থেকে প্রার্থী থাকায় ভোটার উপস্থিতি কম ছিল বলে মন্তব্য করেন তিনি। উপনির্বাচনে বিএনপিকে অংশ নেয়ার আহ্বান জানিয়ে সিইসি বলেন, বিরোধী দলকে আগেও আহ্বান জানিয়েছি, এখনো আহ্বান জানাচ্ছিÑ প্রধান বিরোধী দল, সকল জোট ও স্বতন্ত্র প্রার্থী সব প যেন টাঙ্গাইল-৩ উপনির্বাচনে অংশ নেন। নির্বাচনে অংশ নেয়ার জন্য আমি সবার প্রতি অনুরোধ জানাচ্ছি। বিএনপিকে উপনির্বাচনে আনতে আলাদাভাবে কোন উদ্যোগ নেয়া হবে কিনা প্রশ্নে সিইসি বলেন, বিএনপির সঙ্গে আমাদের কোন দুরত্ব নেই। সীমানা নির্ধারণ নিয়ে তারা আমাদের সহযোগিতা করছে।

সার্বণিক যোগাযোগ আছে। ইসির সম্মেলন কে আয়োজিত ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হাফিজ, আবদুল মোবারক, মো. জাবেদ আলী ও মো. শাহ নেওয়াজ এবং ইসি সচিব ড. মোহাম্মদ সাদিক উপস্থিত ছিলেন। উপনির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সৈয়দ মো. খুরশীদ আনোয়ারকে। সহকারি রিটার্নিং কর্মকর্তা টাঙ্গাইল জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলীমুজ্জামান। এ নির্বাচনে মোট ২ লাখ ৭১ হাজার ৩২৯ জন ভোটার তাদের ভোটারাধিকার প্রয়োগ করার সুযোগ পাবেন।

তাদের জন্য ভোটকেন্দ্র থাকবে ৯৬টি, সম্ভব্য ভোটক থাকছে ৫৮৫টি। উল্লেখ্য, গত ১৩ সেপ্টেম্বর আওয়ামী লীগের সংসদ সদস্য ডা. মতিউর রহমান মারা যাওয়ায় আসনটি শূন্য হয়। আইন অনুযায়ী ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বিধান থাকায় আগামী ১২ ডিসেম্বরের মধ্যে এ নির্বাচন সম্পন্ন করতে হবে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।