আমাদের কথা খুঁজে নিন

   

১-০ তে এগিয়ে গেল বাংলাদেশ।

প্রতিটি মুহূর্তে এক আলোর পিছনে ছুটে চলা। ছুটতে ছুটতে হাপিয়ে উঠি, কিন্তু তবুও শেষ হয়না এই নিরন্তর পথচলা। তাই, আমি আজো ছুটে চলছি সেই……………. ১২১ রানের বিশাল ব্যাবধানে জিম্বাবুয়েকে হারিয়ে ৩ ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেল বাংলাদেশ। টসে হেরে ব্যাট করতে নেমে ডান আঙ্গুলের চোট কাটিয়ে ফেরা তামিম ইকবালের সঙ্গে মোহাম্মদ আশরাফুলের ৬৫ রানের জুটি বাংলাদেশকে ভালো সূচনা এনে দেয়। এরপরি ছোট একটি ছন্দপতন।

৬৫ রান থেকে ১০০ রানের মধ্যে ৪ টি উইকেটের পতন হয়। পরবর্তীতে নাসির হুসেনের দৃঢ়তায় ২৭০ রানের টার্গেট দেয় জিম্বাবুয়েকে। নাসির হুসেন ৬৯ বলে ৬৮ রান করে আউট হন। জবাবে ব্যাট করতে নেমে ১৩ রানের মধ্যেই ২ উইকেট হারিয়ে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পরে জিম্বাবুয়ে। শেষ পর্যন্ত সবকটি উইকেট হারিয়ে ১৪৮ রান তুলতে সক্ষম হয় তারা।

রানের ব্যাবধানে এটিই জিম্বাবুয়ের সাথে বাংলাদেশের সবচেয়ে ব্যাবধানের জয়। ৫ উইকেট নিয়ে জিয়াউর রহমান ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হন। অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দলকে। সকল হতাশার মাঝে তোমরাই আমাদের একমাত্র আশার আলো। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।