আমাদের কথা খুঁজে নিন

   

হেলাল হাফিজ এর শুভ জন্মদিনে আমার প্রণতি জানাই ।

আমি মেধায় সাধারণ,আইকিউ লজ্জ্বাজনক,বিশ্বাসে নাস্তিক,তর কে যুক্তিবাদী,সেবায় নিবেদিত,কর্মে ক্লান্তিহীন,সহ যোগীতায় প্রশস্থ হস্ত,ভালবাসায় অন্ধ,মনে প্রাণে উদার আকাশ ,নারী প্রণয়ে ভিতর বাহির উলট-পালট,আগাগোড়া সরল প্রাণ,বন্ধুত্বে শ্রদ্ধাশীল এবং স্বপ্নে স্বাপ্নিক। একজন "কষ্টের ফেরিওয়ালা" নিঃসঙ্গতায় রোজ আয়োজন করে পুষ্প পোড়ানো উৎসব : শুভ জন্মদিন হেলাল হাফিজ । এই কষ্টের সারথির সাথে আমার ফেইসবুকে আলাপের কিছু অংশ তুলে দিলাম । আপনার এই অপারগতা র কথা অকপট বলছেন বলে কেন জানি নিজের মধ্যে একটা মায়া দরদের জায়গা তৈরী হচ্ছে |প্রশ্রয় দিতে মন চাচ্ছে এই সৎ কবি কে | যে কিনা জনপ্রিয়তার স্রোতে গা নাভাসিয়ে নিরবে নিভৃতে নৈসঙ্গতার বাতাস কেটে কেটে রচনা করে চলেছে বিমূর্ত অপার্থিব কবিতা |তাই আমি বা আমরা বাতাসে কান পেতে থাকি ,কখন আবার উঠবে জ্বলে ,"যে জ্বলে আগুন জ্বলে "| মজার বিষয় কি জানেন দাদা,আমি বই টি তিনবার কিনেছি দুইবার গিফট পাইছি কিন্তু বই গোল চুরি হয়ে গেছে |একসময় আমি মনে করতাম আপনার হয়ত অনেক গুলো বই আছে সব গুলো সংগ্রহ করব কিন্তু .....পোড়া কপাল আমার! দাদা আপনি ভালো থাকুন এই প্রার্থনা করি মরণে (অমর)যদি আপনার এই অপারগতা কাটে বা গুছে|জয় তু :অপারগতা !!!!!! ! ৮০ দশকের কষ্টের ফেরিওয়ালা আজ এইশূন্য দশকে কি এসে মনে হচ্ছে আর দরকার নাই "কষ্টের ফেরি "? আমরা যে আবার ফিরে পেতে চাই শিল্পের ফেরিওয়ালা হেলাল হাফিজ, সাথে তার শৈল্পিক তাবিজ -সমস্ত আধার বশীকরণ এর | দাদা,আপনি ভালো থাকুন আর আমাকে ক্ষমা করুন আপনাকে ফোন করতে পারিনি বলে ।তবে আপনার নাম্বারে ক্ষুদে বার্তা পাঠিয়েছি । এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময় ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৮ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।