আমাদের কথা খুঁজে নিন

   

অনলাইন আয়ের অলিগলি।।

সবাই চায় ঘরে বসে বসে টাকা কামাইতে। কেউ কেউ আবার স্বপ্ন দেখে চারপাশে শুধু ডলার আর ডলার, ডলারের মাঝে গড়াগড়ি খাচ্ছে। আমিও দেখতাম এক সময়। কিন্তু অনলাইন মার্কেটে যখন কাজ শুরু করলাম তখন দেখি ব্যাপার আসলে তা নয়। অনলাইনে আয় করতে হলে কাজ জানতে হবে।

কাজ না জানলে অনলাইন বলেন আর অফলাইন বলেন কোন লাভ নাই। বিভিন্ন ক্যাটাগরির লোকের জন্য বিভিন্ন রকম কাজ। একটু বেশি দক্ষ হলে যেমন গ্রাফিক্স ডিজাইন, প্রোগ্রামিং, ওয়েব ডেভেলপমেন্ট ও এডভান্স লেভেলের কাজ জানা থাকলে তারা অনলাইনে ভাল টাকাই কামাতে পারেন। তারা একাউন্ট করতে পারেন odesh এ অথবা freelancer Odesk ও freelancer এ কাজ করতে করতে এক সময় ভাল রেপুটেশন হইয়ে গেলে কাজ পেতে সমস্যা হয়না। যারা নতুন তারা একটা ট্রিক্স করে দেখতে পারেন তা হলো মেয়েলি নাম দিয়ে একাউন্ট খোলা।

অর্থাৎ আপনার আসল নাম না দিয়ে একটা মেয়ের নাম দিয়ে একাউন্ট খুলতে পারেন (ইনেরেজী নাম হলে ভাল হয়)। এটা আমি নিজে প্রমান করেছি। আর যারা সহজে এন্ট্রি লেভেলের কাজ করে আয় করতে চান তার www.yestoget.com এ একাউন্ট করতে পারেন। এখানে ডাটা এন্ট্রি, ক্যাপচা এন্ট্রি সহ কিছু সহজ কাজ পাবেন। এখানে বিশেষ শুবিধা হলো দেশি ব্যাংক থেকে টাকা উঠাতে পারবেন।

এরা আবার কিছু কিছু কাজে সিকিউরিটি ডিপোজিট নেয় যা কাজ শেষে ফেরত পাওয়া যায়। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।