আমাদের কথা খুঁজে নিন

   

বিসয়ঃ সুরঞ্জিতকে দেশপ্রেমিক খেতাব দিয়া তাহার ভাল ঘুমের ব্যবস্থা করা।+ একটা কৌতুক

আমার সাধ না মিটিল, আশা না পুরাল, সকলে ছাড়িয়া যায় মা বরাবর, মাননীয় প্রধানমন্ত্রী, বিসয়ঃ সুরঞ্জিতকে দেশপ্রেমিক খেতাব দিয়া তাহার ভাল ঘুমের ব্যবস্থা করা। প্রধানমন্ত্রী, আপনার মন্ত্রী সভার এককালের সত,নিষ্ঠাবান,দক্ষ মন্ত্রী আবুল বিশ্ব ব্যাংকের হিন চক্রান্তের শিকার হইয়া অবশেষে মন্ত্রীতো থেকে পদত্যাগ করেছেন অনেক আগেই। কিন্তু যাবার আগে তিনি পাইয়াছেন এক অনন্য খেতাব। দেশপ্রেমিক। এখন সময় এসেছে আরেক মন্ত্রী(দপ্তুর বিহীন)কে দেশপ্রেমিক খেতাব দিয়া বিদায় করিবার।

আবুল এতো তারাতারি দেশপ্রেমিক খেতাব পাইয়াছে কিন্তু তিনি এখনো পান নাই এই দুঃখে নাকি তার রাতে ভাল ঘুম হয় না( নির্ভরযোগ্য সূত্রে প্রাপ্ত খবর)। তাই তিনি দিনে সংবাদ সম্মেলনে আবল তাবল বলা শুরু করেছেন বলিয়াই মনে হচ্ছে। তাই এখন সময় দপ্তর বিহীন মন্ত্রীকে দুদুকে পাঠাইয়া তাহাকে বাংলাদেশের সবচেয়ে দুর্নীতিমুক্ত এবং সৎ মন্ত্রী হিসাবে সার্টিফিকেট দেবার এবং সেই সাথে একটা সংবাদ সম্মেলন করিয়া তাঁকে দেশপ্রেমিক খেতাব দিয়া তার ভাল ঘুমের ব্যবস্তা করিবার। তা না হউয়া পর্যন্ত উনি মিডিয়া তে উল্টাপাল্টা বলিয়া জাতির কানের ১২ তা বাজাইবে বলে মনে হইতাছে। হাসপাতাল গুলান তে গিয়া জানা যায় ইতিমধ্যে নাক,কান গলা বিশেষজ্ঞ দের চেম্বারে রোগীর পরিমান ৫০% বারিয়া গিয়াছে।

পাবনার পাগলা গারদে গিয়া জানাযায় সেখানে নাকি রোগীর পরিমাণও অনেক বাড়িয়া গিয়াছে। অনুসন্ধানে জানা যায় মানুষ তার কথা শুনিয়া হাসিতে হাসিতে মাথার তার ছিঁড়িয়া এখন পাগলা গরদে( তাহাদের হাসি এখনো থামে নাই)। অতএব, প্রধানমন্ত্রী সমীপে আমার আকুল আবেদন এই যে, অনতবিলম্বে সুরঞ্জিতকে "দেশপ্রেমিক" খেতাব দিয়া তাহার মন বাসনা পূর্ণ করা হউক এবং সেই সাথে কান এবং মাথার তার ছিঁড়িয়া যাওয়া থেকে জাতিকে বাচান হোক। নিবেদক, তারছেড়া এক মানুষ পাগলা গারদ পাবনা। একটি কৌতুক।

সন্তানঃ বাবা বজ্রপাত কেন হয়? বাবাঃ কেও যখন মিথ্যা বলে । তো একদিন আকাসে ক্রমাগত বজ্রপাত হতে দেখে সন্তান তার বাবাকে জিজ্ঞেশ করল " বাবা বজ্রপাত থামে না কেন?" বাবাঃ অপেক্ষা কর। এখন সুরঞ্জিত সংবাদ সম্মেলন করতেছে। সংবাদ সম্মেলন শেষ হলেই বজ্রপাত থেকে যাবে। ( কৌতুক তা সংগ্রহীত) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।