আমাদের কথা খুঁজে নিন

   

আজকে মোবাইল এ টাকা রিচার্জ করার এক তিক্ত অভিজ্ঞতা!

আমি আছি সেইখানে............যেখানে নই তোমরা...তাই বলে নই আমি একা গত বেশ কিছুদিন ধরেই ব্লগে,মিডিয়াই মোবাইল রিচার্জ মালিকদের ধর্মঘটের কথা শুনে আসছিলাম। আজকে যে আমি নিজে এই কথিত ধর্মঘটের শিকার হবো সেইটা বুঝি নাই। খুলেই বলা যাক ঘটনাটা... আজকে সন্ধ্যার দিকে হটাৎ একটা জরুরী কল করার জন্য মোবাইল হাতে নিসি। কল করতে গিয়া দেখি মোবাইলে এ টাকা নাই। চিন্তা করলাম নিচে নাইমা রিচার্জ কইরা আনি।

সবসময় যে দোকান থেকা কার্ড কিনি সেই দোকান এ গিয়া বললাম বাংলালিঙ্ক কার্ড লাগবে। দোকানদার বললও কার্ড, রিচার্জ কিছু নাই। আমি হাটা ধরলাম কারন জানি সামনে রিচার্জ এর অনেক দোকান পাবো। তারপর অন্য একটা দোকানে গিয়া বললাম কার্ড দিতে। দোকানদার আমারে প্রায় একটা ধমক দিয়া বললও "জানেন না ধর্মঘট চলতাসে?" আমি তো পুরাই হতবাক! খুব সাহস নিয়া জিজ্ঞাস করলাম "মামা আমার খুব জরুরী কল করা দরকার, কই থেকা টাকা ঢুকামু" মামু আমারে কইলও রামপুরার কোন দোকান থেকা নাকি রিচার্জ করা সম্ভব না, রামপুরার বাইরের কোন দোকান থেকা রিচার্জ করা জাইতে পারে (উল্লেখ্য যে আমি রামপুরা থাকি)।

অতপর আমার দৌড় শুরু হইলো। সেই দৌড় দেখলে উসাইন বোল্ড ও মনে হয় তার অলিম্পিক পদক আমার কাছে হস্তান্তর করতো। অবশেষে রামপুরার এক দোকানেই কার্ড পেলাম। লোড করলে নাকি দোকানির রিস্ক আসে! অতপর উপায় না দেখে দোকানদার কে বললাম ৫০ টাকার ৪ টা বাংলালিঙ্ক এর কার্ড দিতে। দোকানদার আমাকে অবাক করে দিয়ে বললও ৫০ টাকার কার্ড ৭০ টাকা বেচি, আপনি নিলে ৬০ টাকা কইরা রাখতে পারমু! দোকানদার আমার জন্য কেন ১০ টাকা ছাড় দিল বুজতে পারলাম না।

(একটা কথা জানিয়ে রাখি, সেই দোকানের নাম আর আমার নাম এক, কিন্তু এইটা দোকানদার জানে না। তবুও আমার জন্য তার ১০ টাকার SECRIFICE কখনো ভুলার নয়!) অবশেষে উপায় না দেখে ৫০ টাকার ৪ টা কার্ড কিনলাম ২৪০ টাকা দিয়ে। এখন আমার প্রশ্ন এই যে, আপনারা ধর্মঘট করবেন ভাল কথা। কিন্তু আমাদের মত সাধারণ মানুষকে আর কতো বাঁশ দিবেন? ৫০ টাকার কার্ড কেন ১০ টাকা বেশি দিয়ে কিনতে হয়? সরকার কি এইসব দেখে না? আর কতকাল এইভাবে থাকবে? প্রশ্ন সকলের কাছে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.