আমাদের কথা খুঁজে নিন

   

আমি বলি বাবা।

প্রদীপ হালদার,জাতিস্মর। আমি বলি বাবা চলার পথে তুমি অন্যমনস্ক হয়ো না । তুমি যেদিকে যেতে চাও সেদিকে যাও না বাবা চলার পথে আমাদের কথা ভেবো না। চলার পথে দুর্ঘটনায় পড়লে আমাদের জানা হবে না চলার পথে সাবধানে চলো ভুলে যাও আমাদের কথা। আজ তুমি শিশু নও, নও কোনো যুবক,তুমি আমার বৃদ্ধ বাবা চলতে যদি না পারো তো, সঙ্গে নিও আমাকে,বারণ করো না। চলার পথে ভাবছো তুমি আমার কথা নয়তো মায়ের কথা কিংবা হয়তো আমার বোনের কথা কিংবা অন্য কথা। চলার পথে চলতে থাকো ভাবো তুমি পথের কথা সুস্থভাবে ফিরে এসে ঘরে তুমি থাকো বাবা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।