আমাদের কথা খুঁজে নিন

   

বিনা কারণে তুমি করেছো মোরে আঘাত।

প্রদীপ হালদার,জাতিস্মর। বিনা কারণে তুমি করেছো মোরে আঘাত হৃদয়ের যন্ত্রণায় কেঁদে কেঁদে বলে যাই। আমাকে আঘাত করে তুমি সুখি হও নি তোমার আঘাতে মৃত্যু হবে বোধ হয় তুমি চাও নি। তবু তো মৃত্যু হতে পারতো তোমার আঘাতে আমার মরণ হলে তুমি কি বেঁচে থাকতে। আজ তুমি বেঁচে আছো আমাকে আঘাত করে সাজা তোমার হবে আমার হাতে নয়তো অন্য হাতে। হয়তো তোমার সাজা হবে না আমাকে আঘাত করে মরণের পরেও তুমি পাবে না সাজা সময় যাবে চলে। মৃত্যু হয়তো হয়নি সেদিন লেখা ছিল মোর ভাগ্যে ইতিহাস বলে আঘাতের কথা ভুলে যাবো হয়তো কোনো একদিনে। যদি ভুলে যাই করবো না আঘাত আমি কাউকে মরণের পরে যদি না যায় ভোলা করবো আঘাত তোমাকে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.