আমাদের কথা খুঁজে নিন

   

হায় হিন্দি।

ও আচ্ছা এই বিষয়! খারাপ না কিন্তু কবে আমরা হিন্দি সিরিয়ালের হাত থেকে মুক্তি পাবো? ১.যখন সরকার বাধ্য হয়ে বিটিভি আর বেসরকারি বাংলা চ্যানেল ছাড়া সব ধরনের চ্যানেল আমাদের দেশে নিষিদ্ধ করবে,যা বাস্তবে কখনোই সম্ভব নয়। ২.যতদিন আমাদের দেশের চ্যানেল গুলোতে মানসম্মত অনুষ্ঠানে সমৃদ্ধ হতে না পারবে ততদিন। যেমন এখন কি দেখাচ্ছে-আজাইরা টক শো,ফালতু নাটক(বেশিরভাগ্ই),ফকিরা খবর,অসাধারণ বিজ্ঞাপন!!!! ৩.যতদিন ভারতীয়দের প্রতি ভালবাসা আমাদের অন্তরে থাকছে ততদিন তেনাদের চ্যানেল না দেখে আর উপায় কি? ৪.কিছু নির্বোধ বাঙ্গালী যারা কিনা মনে হয় সক্কালে দাত মাজতে মাজতে ও স্টার প্লাস না দিলে ভাল লাগে না ,কষ্টের সাথে বলতে হয় ওই বেকুব গুলোকে পাপুয়া নিউগিনিতে না পাঠাতে পারলে আমাদের তাদের মৃত্যু পর্যন্ত অপেক্ষা করতে হবে। ৫.যতদিন না ভারতীয় মেয়েরা একটু আকটু কুৎসিত না হচ্ছে। আজকাল কি আজীবনই তো মেয়েরা মেয়েদের বেশি দেখে আসল। সে কি পড়ে আসল ? মুখে কি মাখল/ নাকরে লোম দেখা গেল কিনা? তার কি আছে আর আমার কি নেই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।