আমাদের কথা খুঁজে নিন

   

৬:৩০ মি: এ বনানী টু কমলাপুর ট্রেন যাতায়াত

বনানী স্টেশন থেকে কমলাপুর যেতে ট্রেনে মাত্র ২২ মিঃ সময়লাগে। আর বাসে বনানী/কাকলী থেকে কমলাপুর বা মতিঝিল যেতে সময় লাগে মাত্র ২ ঘন্টা। প্রতিদিন বাসে যাতায়াত করতে লাগে প্রায় ৪ ঘন্টা। সপ্তাহে লাগে ৬*৪=২৪ ঘন্টা। একটি মানুষের যদি ১ কর্মঘন্টায় আয় হয় ১০০ টাকা।

তাহলে সপ্তাহে যে ২৪ ঘন্টা রাস্তায় জ্যামে বসে থাকে ঐ সময়ে সে আয় করতে পারত ২৪০০ টাকা। বা সে রাস্তায় প্রতি সপ্তাহে জ্যামে বসে থাকে ২৪ ঘন্টা বা ১ দিন আর মাসে ৪ দিন। প্রতি ঘন্টায় না হোক যদি সন্ধা ৬:৩০ মি. বা ৭ টায় বনানী থেকে কমলাপুর ট্রেনের ব্যবস্থা থাকতো তাহলে প্রতিদিন আমাদের অনেক উপকার হতো। তাই সন্ধা ৬:৩০ বা ৭:০০ টায় বনানী টু কমলাপুর ট্রেন চাই। বর্তমানে ৪টা ৪৫ মি. এ বনানী টু কমলাপুর এর একটি ট্রেন চালু আছে।

আমরা চাই সন্ধা ৬:৩০ বা ৭:০০ টায় আরেকটি ট্রেন চালু করা হোক। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।