আমাদের কথা খুঁজে নিন

   

বুক পকেটে কিছু লালনীল জোনাক নিয়ে

একটা আটপৌরে ঘরোয়া সাদামাঠা প্রেমের কবিতা লিখতে চাই অমাবস্যার দ্বাদশ তিথিতে কিছু অতৃপ্ত আত্মা ঘোরাফেরা করে বেড়ে যায় শকুনের আনাগোনা প্রলুব্ধ করে জড়শবদেহদের- তাদের সান্ধ্যকালিন মুক্তির আশ্বাস শোনায় ভীরু মৃতেরদল ভাবে- এইতো শ্বাসত আলোক পথ জড়ো হতে থাকে, জমতে জমতে বড়ো হয় পঙ্গুব মিছিল শাবল হানে প্রাচীণ অকাট্য দেয়ালে বোধি বৃক্ষের প্রোথিত শেকড়ে টান লাগে উপড়ে পড়ে ভিতমূল শত বছরের অটুট বাঁধন হঠাৎ আলগা হয়ে যায় পুড়ে যায় সঞ্চয়ী ইতিহাস- আধেক পোড়া তাল পাতার অষ্পষ্ঠ অক্ষরে ধুকতে থাকে মূমুর্ষ মানবতা ডুবে গেছে কি সপ্তমীর চাঁদ পদ্মার ঘোলা জলে লজ্জিত কৃষাণি মুখ ঢাকে ছেঁড়া আঁচলে সবুজের বুক জুড়ে কালো পোড়া দাগ দগদগে ক্ষতের মতো- বড়ো জ্বালা করে সারিয়ে দেবে জড়ো হয় হাজারো সিদ্ধি পুরুষ কবরেজ, ওঝা আর বোঝা ভন্ড ওঝাদের ফাঁপা তন্ত্রের ঝুলি হরেক বাজিকরের বশিকরণ বুলি যেন উৎসব চলে কালো কালো রক্ত বিছানায় ভস্মের পরে লেখা হয় ধ্বংসের নতুন আখ্যান আড়ালে অট্টহাসে আঁধার কোটোরে লুকিয়ে থাকা নৈপথ্য কারিগর সোনালি এক ভোরের খোঁজে জোর কদম এগিয়ে যায় বখাটে কিশোর বুক পকেটে কিছু লালনীল জোনাক নিয়ে

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।