আমাদের কথা খুঁজে নিন

   

ড: ইউনূস ও ড;কামাল দেশ বিরোধী চক্রান্তের সাথে জড়িত- এডভোকেট মিসবাহ সিরাজ

আমি মো: আতিকুর রহমান আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেছেন, নোবেল বিজয়ী ড: মুহম্মদ ইউনুস ও সংবিধান বিশেষঙ্গ ড: কামাল হোসেন দেশ বিরোধী চক্রান্তের সাথে জড়িত। তাদের মতো উচ্চশিক্ষিতরা আজ দেশের বিরুদ্বে অবস্হান নিয়েছেন। অবৈধভাবে গ্রামীণ ব্যাংকের এমডি'র পদ দখল করে থাকার জন্য ড: ইউনূস বিশ্ব ব্যাংকের সাথে আতাত করে পদ্মা সেতুর চুক্তি বাতিল করেছিলেন বলে তিনি জানান। তিনি গতকাল বৃহ:স্পতিবার গভীর রাতে মিডল্যান্ড ও বার্মিংহামে বসবাসরত প্রবাসীদের সাথে মতবিনিময়কালে একথা বলেন। তিনি ওয়ান এলিভেনের ষড়যন্ত্রের সাথে ড: ইউনূস ও ড: কামাল হোসেন জড়িত উল্ল্যেখ করে বলেন, সেসময় সকল রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ব থাকলেও রাজনীতির মাঠে তারা সক্রীয় ছিলেন।

তাই এসব ষড়যন্ত্রকারীদের ব্যাপারে সতর্ক থাকার জন্য তিনি দলীয় নেতা-কর্মীদের প্রতি আহবান জানান। আওয়ামীলীগ নেতা আজির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্টানে প্রধান বক্তা হিসেবে উপস্হিত ছিলেন সিলেট জেলা বারের অতিরিক্ত পিপি এডভোকেট শামসুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন প্রবীণ আওয়ামীলীগ নেতা ইব্রাহীম আলী,কবির উদ্দীন, হিফজুর খান, তোতাউর রহমান। জুবের আহমদ ও আবুল হাসানের পরিচালনায় অনুষ্টানে প্রাধান অতিথির বক্তব্যে মিসবাহ সিরাজ আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার বলিষ্ট নের্তৃত্বে দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী জোটকে আবারো নির্বাচিত করতে হবে।

তিনি তার বিরুদ্বে আনীত দূর্নীতির অভিযোগ অস্বীকার করে তা বিরোধী দলের চক্রান্ত বলে জানান। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আব্দুশ শুকুর, নাসির আহমদ শ্যামল, কামরুল ইসলাম, জয়নাল ইসলাম, জাকেরিন রেজা, রাজু আহমেদসহ আরো অনেকে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।