আমাদের কথা খুঁজে নিন

   

‘দেশ সবার, প্রতিরোধেও চাই সবার অংশগ্রহণ’

শুক্রবার বিকালে নগরীর জামালখানে গণজাগরণ মঞ্চে সম্মিলিত নারী সমাজ আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশ হেফাজতে ইসলাম বা জামায়াতে ইসলামের নয়, এই দেশ সবার। সবাইকে মিলেই তাদের প্রতিহত করতে হবে।
সমাবেশ থেকে নারীনীতি বাস্তবায়নে নারীদের সংগ্রাম অব্যাহত রাখারও অঙ্গীকার করা হয়।
বক্তারা অভিযোগ করেন, যখন ক্বাবা শরিফের গিলাফ বিকৃত করে পত্রিকায় ছবি ছাপা হয়, তখন হেফাজতের শফি হুজুররা কোনো কথা বলেন না। জামায়াত কিংবা যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে কোন কথা বলেন না।

তারা ইসলাম নয়, জামায়াত ও যুদ্ধাপরাধীদের রক্ষার জন্যই মাঠে নেমেছে।
নারী নেতারা হেফাজতে ইসলামকে দেশের দুর্যোগকালীন পরিস্থিতিতে রোববারের ঢাকা অবরোধ কর্মসূচি প্রত্যাহারেরও আহ্বান জানান।
হেফাজতে ইসলামের নারীনীতি বাতিলসহ তেরদফা দাবির বিরুদ্ধে চট্টগ্রামে এ নারী সমাবেশ করে সম্মিলিত নারী সমাজ। সমাবেশে নগরীসহ জেলার বিভিন্ন এলাকা থেকে নারী শ্রমিক, শিক্ষার্থী, গৃহবধু, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি পেশার নারীরা যোগ দেন।
জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হওয়া সমাবেশে বিভিন্ন ধর্মীয় গ্রন্থ থেকে পবিত্র বাণী পড়ে শোনানো হয়।

এছাড়া সাভার ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতাও পালন করেন উপস্থিত নারীরা।
প্রধান অতিথির বক্তব্যে শহীদ জায়া বেগম মুশতারী শফী বলেন, “এই দেশ হেফাজত ও জামায়াতের না। সকলে মিলে তাদের সকল অন্যায় আবদার প্রতিরোধ করব। নারীদের কোনোভাবেই ঘরে বন্দি করে রাখা যাবে না। ”
বিশেষ অতিথির বক্তব্যে জাসদের স্থায়ী কমিটির সদস্য শিরিন আক্তার বলেন, “যুদ্ধাপরাধীদের বিচারের রায় যখন হচ্ছে তখন হঠাৎ করে হেফাজতে ইসলাম ‘ইসলাম’ রক্ষার নামে মাঠে নামে।

নারী নীতি-শিক্ষা নীতির বিরুদ্ধে যত কর্মসূচিই দেয়া হোক না কেনো তা কোনোভাবেই তারা সফল হবে না। ”
সিপিবি’র নারী সেলের আহ্বায়ক লক্ষ্মী চক্রবর্ত্তী বলেন, নারীরা আজ এভারেস্ট জয় করছে। আর হেফাজতে ইসলাম নারীদের ঘরে বেঁধে রাখতে চায়।
সম্মিলিত নারী সমাজের নেত্রী হাসিনা মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নারীনেত্রী নুরজাহান খান, ওয়ার্ড কাউন্সিলর রেহেনা বেগম ও জান্নাতুল ফেরদৌস পপি, উপজেলা ভাইস চেয়ারম্যান খালেদা আক্তার চৌধুরী, নারীনেত্রী রেখা চৌধুরী, কাকলী বিশ্বাস, অ্যধাপিকা লতিফা কবীর প্রমুখ।


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।