আমাদের কথা খুঁজে নিন

   

টেকিপোস্টঃ আপনার কি সি ড্রাইভে কিছু জায়গা প্রয়োজন? তাইলে গুতান

সুখ নাইরে পাগল! আপনি কি একজন জানালা সাত ব্যবহারকারী? আপনার কি সি ড্রাইভে জায়গা কমে আসছে? অপ্রয়োজনীয় সফটওয়্যার মুছে ফেলেছেন তারপরও জায়গা নিয়ে সমস্যা? সি ড্রাইভে জায়গা কমে আসার কারনে পিসি স্লো হয়ে আসছে? তাহলে ছোট একটা কাজ করলেই আপনি আপনার র‍্যাম এর সমপরিমাণ জায়গা সি ড্রাইভে খালি করতে পারবেন। আর তা হলো হাইবারনেট অপশণটি ডিজেবল করে দেয়া। (যদি আপনি তা ব্যবহার না করে থাকেন) হাইবারনেট আসলে করা হয় যদি আপনি আপনার সকল কাজ যেমন আছে তেমন রেখেই এবং পিসি অন করার পরেও আবার ঠিক সেভাবেই চান। কিন্তু আসলে আমরা অনেকেই তা খুব কমই ব্যবহার করে থাকি। কিভাবে ডিজেবল করবেনঃ পরথমে আপনার পিসি ইস্টার্ট বাটনে গুতানঃ তারপর All programms > Accessories এ যান।

অইখানে গেলেই পাইবেন Command prompt। ওইটাতে ডান ক্লিক করে "Run as administrator" ক্লিক করুন তাহলে নিচের মোট কমান্ড প্রম্পট চালু হবেঃ এবার এটাতে লিখুনঃ "powercfg -h off" ব্যাস হয়ে গেল কাজ। এবার আপনার সি ড্রাইভ চেক করে দেখুন জায়গা বাড়ল কিনা। আপনার উপকারে আসলেই খুশি হব। শুভ রাত্রি! বিঃদ্রঃ পোস্টটি সাধারন ব্যবহারকারীদের কথা ভেবে লেখা।

যদি কেউ জেনে থাকেন, তাহলে পোস্টটি আপনার জন্য নয়। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।