আমাদের কথা খুঁজে নিন

   

এটা আমদের দেশ, বাংলাদেশ

সেফ হলাম :) ঘটনা ঘটেছে একদিন , কিন্তু কিছুলোকের কথা শুনে মনে হচ্ছে সবসময় হয় । এরা দেশকে বিশ্বের কাছে সাম্প্রদায়িক রাষ্ট্র হিসাবে পরিচয় দিতে চায় । আমাদের অনেক হিন্দু বন্ধু আছে , আমরা কখনো এদেরকে আলাদা ভাবিনা , অন্য বন্ধুদের মত একই মনে করি। হোস্টেল এ হিন্দু , মুসলিম একত্রে থাকি । গ্রামে আমি কোনদিন সাম্প্রদায়িক কোন কিছু দেখিনি, আমার অনেক হিন্দু স্যারকে মুসলিম স্যার থেকে ভালো লাগতো । চুশিল নামে বজ্জাতরাই শুধু সাম্প্রদায়িকতা দেখতে পায় । বাংলাদেশের মত এত ভাল অবস্থানে সংখ্যালগুরা আর কোন দেশে নাই। ভারতে দেখি কয়েকদিন আগে মুসলিমদের ধরে ধরে মেরেছে , ভারতের কোন শহরে মুসলিমদের বাসা ভাড়া দেয়া হয়না । কই আমাদের দেশেতো এমন কথা শুনিনি । তবুও আছিপের মত লোকে বলে বাংলাদেশ নাকি সাম্প্রদায়িক দেশ কার্টেসিঃ একরামুল হক ফরহাদ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।