আমাদের কথা খুঁজে নিন

   

ওরে..আমার দোস্ত "তুহিন" তো ইস্টার হয়্যা গেলোরে.. রাবি'র মারামারিতে দেহি পুরাই জেমসবন্ড

ফিরে আস। ফিরে এসে রাজপথে দাড়াও। ভোরের আলোয় প্রচন্ত নিশ্বাস নিয়ে বল চমৎকার, চমৎকার, কি দুর্দান্ত চমৎকার এই মনুষ্য জীবন...... আমরা এক ব্যাচের ছাত্র আছিলাম। ঐ আছিল ফাইন্যান্সে। একলগে আমতলায় কতো আড্ডা দিসি। হে তো এককেরে ফাডায়া দিসে দেহি। সব পত্রিকা হের ছবি। টিবিতেও নাকি দেখাইছে দ্যাশ থিকা আসার পর দোস্তর লগে যোগাযোগ নাই। ....কাইলকা এক ফেরেনডের লগে বাজি লাগছি....আমার দোস্ত "তুহিন" এর বড় নেতা হওয় কেউ ঠেকাইতে পারবোনা আপনেরা দোয়া কইরেন আমার দোস্তোর লাইগা।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।