আমাদের কথা খুঁজে নিন

   

একই পরিবারের ৪ জনকে এসিডে ঝলসে দিল বখাটেরা

ঃ কবীর শেখ ঃ www.banglatolet.com ডিজিটাল দুনিয়া মেয়েকে উত্যক্ত করার ঘটনায় মামলা করায় ক্ষুব্ধ হয়ে একই পরিবারের চারজনের ওপর এসিড নিক্ষেপ করেছে বখাটেরা। শুক্রবার ভোর পাঁচটার দিকে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার ভোগপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এসিডদগ্ধরা হলেন মুসলিম উদ্দিন (৬০), মেয়ে শিল্পী আক্তার (১৩), রানা (৬) ও মনা (৫)। এদের মধ্যে গুরুতর অবস্থায় মুসলিম উদ্দিনকে কিশোরগঞ্জ আধুনিক... সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে।

পরিবারের লোকজন জানায়, বেশ একই গ্রামের আজিম উদ্দিনের ছেলে রনি মিয়া (২৫) স্কুলে আসা-যাওয়ার পথে শিল্পীকে উত্যক্ত করে আসছিল। এ ব্যাপারে মেয়ের বাবা থানায় মামলা করেন। এতে পুলিশ রনি মিয়াকে গ্রেফতার করে। পরে ১৮ দিনের হাজতে থাকার পর সামাজিকভাবে দেনদরবারের পর জেল থেকে ছাড়িয়ে আনা হয়। জেল থেকে ছাড়া পেয়ে রনি দেখে নেওয়ার হুমকি দেয়।

এক পর‌্যায়ে শুক্রবার ভোরে মুসলিম উদ্দিনের ঘরের দরজায় কড়া নাড়ে রনি ও তার সঙ্গীরা। ভেতর থেকে দরজা খোলার সঙ্গে সঙ্গে বখাটেরা এসিড ছুড়ে মারে। এতে মুসলিম উদ্দিনের পরিবারের চারজন আহত হয়। কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ আহমেদ জানান, এ ব্যাপারে এখনো কাউকে গ্রেফতার করা যায়নি। থানায় মামলা করার প্রস্তুতি চলছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।