আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের অহংকার শহীদ মিনার। তার এমন অপমান রোধ করুন।

কেন্দ্রীয় শহীদ মিনার। আমাদের আবেগের, গর্বের একটি স্থান। মাঝে মাঝে ফাঁকা সময় পেলে সেখানে যাই। কিন্তু কিছু বিষয় দেখে কষ্ট লাগে, রাগে অন্ধ হয়ে যাই অথচ কিছু করতে পারি না। ফেব্রুয়ারি মাস আসলেই শহীদ মিনার ঘষামাজা শুরু হয়ে যায়।

কিন্তু এখন সে জায়গায় এত নোংরা যে সেখানে যেতে কেমন যেন লাগে। এখানে যে ড্রেনগুলো আছে তা যেন একএকটা ডাস্টবিন, আবর্জনায় পরিপূর্ণ। শহীদ মিনারের কাছে খোঁজাখোঁজি করেও একটা ডাস্টবিন খুঁজে পাইনি। এর সিঁড়িতে যে যার মত চায়ের কাপ, পলিথিন, কাগজ ফেলছে। এটি দেখার কেউ নেই।

বেদীতে জুতা পরে উঠা নিষিদ্ধ। অথচ সেখানে দেদারসে লোকে জুতা নিয়ে উঠে যাচ্ছে। এসব দেখার জন্য ডিউটিরত কাউকে শুক্র শনিবার খুঁজেই পাওয়া যায় না। শহীদ মিনারের মূলবেদীতে বসে ডেটিং এ ব্যস্ত থাকে অনেকে। :-@:-@ এভাবে শহীদদের প্রতি অসম্মান আর কতদিন দেখব? আমরা কি শুধু একদিনের বাঙ্গালি না একদিনের জন্য বাংলা ব্যবহার করি? এমন অপমান আর কত? আমরা কি সচেতন হব না? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।