আমাদের কথা খুঁজে নিন

   

কি হবে নারী মুক্তির ?

আমার এক বান্ধুবী কে বললাম " চল সামনে পুজা আসছে। দেখতে যাই" । আমি জানতাম ও পুজা দেখতে যায় সেই ছোটবেলা থেকে। বান্ধুবীর বাবা ছোট বেলায় নিয়ে যেতো সব মন্দিরে। ঘুরে ঘুরে ভক্তি দেখতো , ভালোবাসা দেখতো।

সে যাই হোক। পুজা দেখতে যাওয়ার কথা বলতেই সে চুপ করে কি যেন ভাবলো এর পর উত্তর করলো। বান্ধুবীর প্রেমিক পুজা দেখা পছন্দ করে না। তাই আমার বান্ধুবীটি যাবে না। শুনে যেসব কথা মনে আসছিলো কিন্তু বলতে পারি নাই সেগুলো হলো- ১।

বিয়ের আগেই এত পতি ভক্তি যে তার কথায় উঠতে হবে, বসতে হবে? বিয়ের পরে এরা কি করবে? এদের কি একটু ও নিজের দুনিয়া বলতে কিছু নেই? নিজের জন্য এরা বাঁচে না নাকি অন্যের কথায় উঠতে বসতে এদের বিশেষ ভালো লাগে। নারী বলে মুক্তি চায়। এটাই কি তাদের মুক্তি। ২। এবার আসা যাক অন্য দিকে।

বান্ধুবী প্রেমিক পুজা দেখতে পছন্দ করে না। কারন কি? কি হতে পারে? পুজো দেখলে কি তার ধর্ম নষ্ট হবে? নাকি তার জাত যাবে? আমার মাথায় এসব কেনো কাজ করে না। এদের দেখি আর হাসি। কিছু বলতে পারি না সম্পর্ক নষ্টের ভয়ে। গলা পর্যন্ত এসে থেমে যায়।

প্রশ্ন গুলোর উত্তর খুঁজি সারাদিন। ওরা কতটা মুক্তমনা জানিনা। আমি নিজেও তেমন মুক্ত মনা নই। নিজের মধ্যে এখনো অনেক গোঁড়ামি আছে। কিন্তু আমি পরিবর্তন হতে চাই অনেক পরিবর্তন করছি নিজেকে।

কিন্তু ওরা ? ওদের কি হবে? ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।