আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের কাছ থেকে আমাদের সন্তানরা কী দেখছে? কী শিখছে?

একজন লেখক, কবি কল্পনা নির্বর হয়। সে কল্পনা দিয়ে সুখ, দুঃখ আঁকে এবং তার উপর নির্বর করে গল্প, কবিতা লিখে যায় আমাদের কাছ থেকে আমাদের সন্তানরা কী দেখছে? কী শিখছে? আজ কদিন ধরে একদম ফ্রি সময় কাটাচ্ছি। খাচ্ছি আর ঘুমাচ্ছি। কোন কাজ নাই তাই যত অকাজের হাবিজাবি চিন্তা মাথায় ঘুরছে। ছোট ছোট ব্যাপারগুলোতেও চোখ আটকে যাচ্ছে।

তবে এই ছোট ছোট ব্যাপারগুলো কিন্তু গভীরভাবে ভাবলে দেখা যায় অনেক বড়। কখনও কখনও আমাদের ছোট্ট একটা ভুলের কারণে জীবনে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। তাই ভুলগুলো ছোট বলে অবহেলা করা যাবেনা। খারাপ ছোট হোক বড় হোক খারাপ খারাপই। অনেক সময় আমরা ছোট ছোট খারাপ কাজ করতে অপরাধ বোধ করিনা।

আর এই ছোট ছোট অপরাধ করতে করতে আমাদের অভ্যাস হয়ে যায় তখন বড় অপরাধ করতেও বিবেক আর বাধা দেয়না। অনায়াসে আমরা জীবনে ভুল, অপরাধ করেই যাই। তাই আমাদেরকে সব সময় খেয়াল রাখতে হবে শুরুতে। ছোট ছোট ভুল ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে। শুরু ভালো যার শেষ ভালো তার।

সেদিন আমি ফোনের যন্ত্রণায় বিরক্ত হয়ে ছেলেকে বললাম বাবা আমার জন্য আর ফোন আসলে বলবা আম্মু বাসায় নাই। ছেলে বলে কেনো আম্মু তুমিতো বাসায়? আচ্ছা বলবা আমি ঘুমাচ্ছি। মিথ্যা বলব? আমি বল্লাম কিচ্ছু হবেনা বলে দিও। কিন্তু পরে ভাবলাম আমি কি তাইলে আমার ছেলেকে মিথ্যা বলা শিখাচ্ছি? এইভাবেইতো ছোট ছোট মিথ্যা বলা শিখে বাচ্চারা। আমরা বাচ্চাদের নিয়ে ঘুরতে যাই স্কুল ফাঁকি দিয়ে পরের দিন বাচ্চাকে বলে দিলাম টিচার জানতে চাইলে বলবা অসুস্থ ছিলা।

এইভাবে আমরা প্রতিটা কাজে বাচ্চাদের মিথ্যা বলা শিখাচ্ছি। ছেলেকে বললাম বড়দের দেখলে সালাম করতে হয়। সবার সাথে সুন্দর, সভ্যভাবে কথা বলতে হয়। ছেলে বলে আম্মু বাবা, মামা ওরাতো তোমার বড়। কই দেখা হলেতো তুমি ওদের সালাম করনা? বাচ্চারা ছোটবেলা থেকে যা দেখবে তাই শিখবে।

আর বাচ্চাদের সবচেয়ে বড় শিক্ষা হলো মা, বাবা ও পরিবারের কাছ থেকে। ছোটবেলা আমার মা'কে দেখিনাই কখনও বড়দেরকে অসম্মান করতে। হোক সে যে কেউ। বড় তো! এমন কি আমাদের ঘরের কাজের লোকদেরকেও সম্মান করে কথা বলা হতো। বড় হলে খালা বা একটু বুড়ি হলে দাদি বলে ডাকতাম।

আর কাজের ছেলেদেরকে ভাই বা চাচা বলে সম্মান করে কথা না বললে মা অনেক রাগ করতেন। এবং মা তাদেরকে সেইভাবে সম্মান ও আদর করে রাখতেন। তখন থেকে বুঝতে শিখেছি বড়দেরকে কিভাবে সম্মান করতে হয়। এখন চাইলেও সেই শিক্ষা ভুলে অসম্মান করতে পারিনা। বিবেক বাধা দেয়।

ছোটবেলা মা, বাবা যতই আমাদের আদর করেন না কেন কিন্তু কোন অন্যায় করলে কখনও ক্ষমা পেতাম না। অনেক শাস্তি পেতে হতো। অন্যায় করলে কোন ক্ষমা নেই দেখেছি, শিখেছি। তাই এখন চাইলেও মন সায় দেয়না কোন অন্যায় কাজে। মা, বাবার কাছ থেকে ঠিক এইভাবে প্রতিটা কাজে বুঝতে পেরেছি ভালো, খারাপ।

এই ভাবে আমাদেরকেও প্রতিটা কাজে সচেতন হতে হবে। ছোট ছোট ভুলগুলো খেয়াল রাখতে হবে। না-হলে আমাদের সামান্য অবহেলায় আমাদের সন্তানদের অনেক ক্ষতি হয়ে যাবে। হয়ে যাচ্ছে। আমরা যখন তা বুঝতে পারি তখন অনেক দেরি হয়ে যায়।

তাই সময়ের কাজ সময়ে করতে হবে। আমাদেরকে সচেতন হতে হবে আমাদের বাচ্চাদের ভবিষ্যতের জন্য।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।