আমাদের কথা খুঁজে নিন

   

যে কথা বললে তুমি কি করে ভুলবো।

প্রদীপ হালদার,জাতিস্মর। যে কথা বললে তুমি কি করে ভুলবো এত কি সহজ ছিল সেই কথা ভুলবো। ব্যথায় ভরে গিয়ে সুখের স্মৃতি হারিয়ে যায় সময় থমকে গিয়ে বেদনায় ভেঙে যায়। কথা শুনে ব্যথা কেনো পাই এই কথা বলে যেতে চাই সব কথা মন্দ কথা নয় তারি মাঝে ভালো কথা পাই। সব যদি ভালো হয় ব্যথা নাহি রয় মন্দ যদি ভাবা হয় ব্যথা তবে হয়। যে কথা বললে তুমি কি করে ভুলবো মন্দ কথা ভালো ভেবে কি করে ভুলবো। মন্দ ভেবে নিলে কথা ব্যথায় ডুবে যাই সেই কথা ভালো ভেবে দুঃখ কমে নাই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।