আমাদের কথা খুঁজে নিন

   

১০ সেকেন্ড পালস ও মোবাইল অপারেটরদের চালাকি

যাহা বলি সত্য বলি.... নিয়ন্ত্রক প্রতিষ্ঠান বিটিআরসি মোবাইল গ্রাহকদের সুবিধার কথা চিন্তা করে ১০ সেকেন্ড পালস সুবিধা চালু করার নির্দেশ দেয়। প্রথমে গ্রামীণসহ অপারেটরগুলো নির্দিষ্ট সময়ে তা চালু করতে ব্যর্থ হয়। বিটিআরসি আবার চিঠি দেয় এবং ব্যবস্থা নেওয়ার কথা বলে। এবার তারা নানা কূট কৌশল আশ্রয় নিয়ে ১০ সেকেন্ড পালস বাস্তবায়ন করেছে। কিন্তু হিসেব করলে দেখা যায় কোথাও না কোথাও গলদ ও ধান্দাবাজি আছেই।

খরচ বেড়ে গেছে অনেক। আর একজন গ্রাহক আসলে কোন পর্যায়ে আছে তাও পরিষ্কার নয়। আমি নিজেও বুঝতে পারিনা। তবে এইটা মনে হয় টাকা ভরলেই শেষ হয়ে যাচ্ছে। আপনার কী মনে হয়।

কিংবা মন্দের মধ্যেও কোন পা্যাকেজটা ভালো আওয়াজ দিন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।