আমাদের কথা খুঁজে নিন

   

আজকের মোবাইল কথনঃ নোকিয়া আশা ৩০৫

মোবাইল যখন আমাদের নিত্যসঙ্গী তখন তা নিয়ে ছোট-বড় নানান তথ্য নিয়ে হাজির হব সবসময়। বর্তমান বাজার , ফিচার, গেইমস, অ্যাপস, মূল্য, রঙ, আকার এইরকম নানান বিষয় নিয়ে কথা বলবো প্রতিদিন। এভাবে আমাদের মোবাইল জীবন আলোচনায় থাকবে।   নোকিয়ার এখনকার একটি লেটেস্ট রিলিজ অ্যাপস এনাবেল্ড সিরিজের ফোন নোকিয়া আশা ৩০৫, এতে প্রায় ৩গুন কম খরচে ইন্টারনেট ব্যবহার করা যাবে বলে নোকিয়া জানিয়েছে। সেটটি ডুয়েল সিম সাপোর্ট করে।

৯৮গ্রাম ওজনের এই সেটটির পুরুত্ত ১২.৮মিলিমিটার। এতে আছে ৩" টিএফটি রেজিস্টিভ টাচ স্ক্রিন, যা মাল্টি টাচ সাপোর্ট করে। সেটটি সাদা, লাল, রুপালি সহ মোট ৫টি রঙে পাবেন। মোবাইলটি চালাতে থাকছে ৩২ এমবি র‍্যাম, ৬৪এমবি রম এবং ১০ এমবি ইন্টারনাল মেমরি। সেটটি মাইক্রো এসডি মেমরিকার্ড সাপোর্ট করে যা দিয়ে আপনি এর স্টোরেজ ৩২জিবি পর্যন্ত বর্ধিত করতে পারবেন।

এতে আছে ভিডিও রেকর্ডিং সুবিধা সহ ২মেগাপিক্সেল ক্যামেরা যা দিয়ে ১৬০০*১২০০ পিক্সেল মাপের ছবি তুলতে পারবেন। আশা ৩০৫ এ আছে ১১১০ এমএএইচ এর বিএল-৪ইউ ব্যাটারি যা আপনাকে দিবে প্রায় ১৩ টকটাইম এবং একবার ফুল চার্জ দিয়ে আপনি ৩৮ ঘন্টার অডিও চালাতে পারবেন। সেটটি ২জি নেটওয়ার্কই সাপোর্ট করে। এছাড়া জিপিআরএস এবং এজ ইন্টারনেট কানেকশন সমর্থন করে। এতে আছে এফএম রেডিও এবং প্রিলোডেড গেম।

এছাড়াও নোকিয়া অ্যাপস্টোর থেকে ডাউনলোড করতে পারবেন এই সেটের উপযোগী হাজারও অ্যাপস। এত ফিচার সহ নোকিয়া আশা ৩০৫ এর দাম পড়বে ৮,১০০ টাকা। এর সিঙ্গেল সিম ভার্শন নোকিয়া আশা ৩০৬ পাবেন ৭,৮০০ টাকায়। দুটি সেটই পাবেন সকল নোকিয়া আউটলেট সহ যেকোনো মোবাইল শোরুমে। ফোনটির ব্যাপারে যেকোনো মতামত দিতে পারেন এখানে।

এবং আপনার মোবাইল বিষয়ক যেকোনো পোস্ট অবশ্যই দিবেন আমাদের সকলের গ্রুপ মোবাইল খুঁটিনাটি তে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।