আমাদের কথা খুঁজে নিন

   

অপরাজিতা-নাসির শ্রাবণ

স্বপ্ন দেখতে ভালোবাসি, স্বপ্ন দেখাতে চাই।চরমভাবে আমি নব সৃজনে বিশ্বাসীএবং বি:শ্বাস করি মানবতার মুক্তি ।কিছু করতে চেষ্টা করি যাতে মানবকল্যান হয়। তোমার চাহনির ভাষায় কি গুপ্ত ইচ্ছেরা করছে উড়োউড়ি একান্ত ভাবনারা আজকাল আসেই না।দমবন্ধ বাতাসে তবু ভালো লাগে তোমার এই অদ্ভুত চাহনি! আমার জন্য হবে কি ঠাঁই তোমার মনের বাড়ি যদি ভালোবাসো সবি দিতে পারি আমার শুধু চাই একটু ভালোবাসা। ধীরে ধীরে তোমার পানে ছুটছে পাগল মন আমার মনে সপ্ন আশা-থেমে যাওয়া বারন বাঁধা পড়ে যেতে চাই আমরা দুজন। রংধনুরা জাগে তোমার আমার এ প্রহরে অবহেলা দিয়ে আর পাথর করো না আমাকে বরং এসে বসো হৃদয়ের আসনে। জীবন এত ঠকায় তবু ভাঙ্গে না ভুল আমার এই তো সেই রাতে-পাশ ফিরে জড়িয়ে ধরেছি খুজছি,ভাবছি-তোমায় মনের সুখে প্রেমের কবিতা!


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।