আমাদের কথা খুঁজে নিন

   

ইউটিউব, ডোন্ট কেয়ার ইউ ---

youtube বন্ধ করা নিয়ে University frnds সহ আশেপাশের অনেকের কাছ থেকে নানা কথা শুনা যায়, কেউ আলোচনা করে আর কেউ সমালোচনা করে। বিটিআরসির চেয়ারম্যান বলে দিয়েছেন youtube কত্রিপক্ষ বিতর্কিত ধর্মীয় অনুভূতিতে আঘাতকারী চলচিত্রের ফুটেজ না সরানো পর্যন্ত দেশে youtube বন্ধ থাকবে । মুসলিম রাষ্ট্র গুলোর এই সিদ্ধান্ত নিঃসন্দেহে একটি higher class diplomacy. এতে যদি সহিংসতা বন্ধ থাকে এবং একটি নিরপরাধ জীবন ও রক্ষা হয় , তবে তা মানবতার জন্য অবশ্যই মাইলফলক । যারা youtube বন্ধের জন্য সমালোচনা করছেন, আমার মনে হয় এর দুইটা কারন- ১। তারা সহিংসতা চান directly or indirectly, সম্ভাব্য ভবিতব্য সম্বধে পূর্বানুমান এর উপস্তিথির অপ্রতুলতা কেই এর কারন ধরলাম ২। তাদের কাছে youtube এ বিনোদন ই মুখ্য বিষয়, যদিও youtube আহামরি তেমন বিষয় নয়, বিশেষ করে ছাত্র ছাত্রীদের জন্য

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.