আমাদের কথা খুঁজে নিন

   

আমার চেহারা কি বাসের ভাড়া মেরে খাওয়া লোকেরমত দেখতে?

মন ভালো নাই। সক্কাল বেলা ফার্ম গেট সিগনাল থেকে অন্য ১০/১২ জন যাত্রীদের সাথে আমিও বিআরটিসি বাসে উঠে মতিঝিল নামি। বাসে উঠেই আমিসহ অন্য এক যাত্রী ১০+২=২০ টাকা বাস ড্রাইভারের হাতে দিয়ে দেই। অন্য যাত্রীরা সবাই পিছনে, দোতলায় চলে যায়-ভাড়া নাদিয়েই। সেই সব ভাড়া নাদেওয়া যাত্রীরা বিভিন্ন স্টপেজে যেযারমত নেমে যায় ভাড়া নাদিয়েই। ড্রাইভার ভাড়া চাইলেও কেউ ভাড়া দেয়নি! সকাল সাড়ে আটটার সময় মতিঝিল এসে আমি যখন বাস থেকে নামি তখন মাত্র ৪/৫ জন যাত্রী অবশিষ্ট ছিল। আমি নামার সময় ড্রাইভার আমাকে বলে-"ভাড়া দিয়ে যান"। আমি বলি-আমি বাসে উঠেই ভাড়া দিয়েছিলাম-কিন্তু ড্রাইভার তা বিশ্বাস নাকরে আমাকে উদ্দেশ্য করে বলে-"১০ টাকা ভাড়া মাইরা কত বড় লোক হইবেন"! আমি বাসের কাছে গিয়ে ড্রাইভারকে বল্লাম-ভাই, আমি ১০ টাকা ভাড়া আপনাকে দিয়েছি। ড্রাইভার আবারো বলেন-"যান যান টাকা নাথাকলে কইবেন-কতলোকেইতো ভাড়া নাদিয়া চলে যায়"! মনটা খুব খারাপ হয়ে গেল! আমি ভাড়া দেবার পরেও ড্রাইভার আমাকেও ভাড়া মেরে দেওয়াদের দলে ফেললো! কিন্তু কেন? আমার চেহারাটা কি বাসের ভাড়া মেরে দেওয়া লোকদেরমত!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।