আমাদের কথা খুঁজে নিন

   

এক অ-মুসলীম বন্ধুর চিঠি

ভারতীয় পণ্য নিজে বর্জন করুন এবং অন্যকে অবগত করুন এক অ-মুসলীম বন্ধুর চিঠি, "তোকে কি বলে সম্বোধন করবো বুঝতে পারছি না, বন্ধু বললে কি সেটা আমার আস্পর্ধা হয়ে যাবে? এখন তো আর আমরা মানুষ নই, আমাদের শরীরে রক্ত, মাংস নেই, আমাদের হৃদয় নেই, আমাদের ঘর মন্দির পুড়লেও আমরা কষ্ট পাই না, আমাদের মারলেও আমরা ব্যাথা পাই না কারণ আমরা সংখ্যালঘু ! তোদের সাথে মিশেছি, জীবনে কোনোদিন তোদের ধর্মের অবমাননা করেছি বলে মনে পড়ে না।আজানের সময় তোরা চুপ না থাকলেও আমি চুপ থাকতাম, তোদেরকে নামাজ পড়ার তাড়া দিতাম, ঈদে এসে সেমাই খেতাম। আমি তো কখনো তোর ধর্মকে অশ্রদ্ধা করিনি, তবে আমার ঘর পুড়লো কেনো? আমার বাপ মা কে কেনো অনাহারে জঙলে রাত কাটাতে হয়? যে মা তোকে নিজের ছেলের মত দেখতো সে কি তোকে দেখে এখন ভয় পাবে না? তোর ধর্মকে আমি এখনও শ্রদ্ধা করি, কিন্তু যারা বিনা অপরাধে আমার ঘর পুড়িয়েছে তাদের ধর্মের প্রতি কি চাইলেও সে শ্রদ্ধাটা আসবে??......................" (সংক্ষেপিত এবং পরিমার্জিত) আমি লজ্জায় এখন পর্যন্ত কোনো রিপ্লাই দিতে পারিনি। আমি লজ্জিত বন্ধু। সংযুক্তি ঃরসূল (সা) বলেছেনঃ যদি কোন ব্যক্তি মুসলিম রাষ্ট্রের মধ্যে বসবাসকারী অমুসলিম নাগরিক বা মুসলিম দেশে অবস্থানকারী অমুসলিম দেশের কোনো অমুসলিম নাগরিককে হত্যা করে তবে সে জান্নাতের সুগন্ধও লাভ করতে পারবে না, যদিও জান্নাতের সুগন্ধ ৪০ বৎসরের দুরত্ব থেকে লাভ করা যায়। সহীহ আল-বুখারী, হাদীস ৬/২৫৩৩ [সংগ্রহীত]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।