আমাদের কথা খুঁজে নিন

   

বিএনপি-জামাতের আকাম!!! এক ডজন ডিগ্রীধারী, ডিজিটাল গনতন্ত্র কইন্যা, ডিজিটাল গুম কইন্যার পেছনে লাগছে নিউ ইয়র্ক টাইমস.....।

মানবিক দায় ও বোধহীন শিক্ষা মানুষকে প্রশিক্ষিত কুকুরে পরিণত করে....আইস্ট্যাইন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নারীর জন্য ক্ষতিকারক নারী হিসেবে আভিহিত করেছে মার্কিন পত্রিকা নিউইয়র্ক টাইমস। একজন নারীনেত্রী হয়েও বাংলাদেশে নারীর ক্ষমতায়নের অগ্রদূত ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ন্যাক্কারজনক সব কাজ করছেন বলেও অভিযোগ করা হয় পত্রিকাটির রোববারের সংখ্যায়। আরটিএনএন। ‘উইমেন হার্টিং উইমেন’ শিরোনামে এক কলামে এসব কথা বলা হয়।

ড. ইউনূসকে বিশ্বে নারী ক্ষমতায়নে নিয়োজিতদের মধ্যে চ্যাম্পিয়ন হিসেবে উল্লে¬খ করে কলামিস্ট নিকোলাস ডি ক্রিসটফ বলেছেন, তারই ক্ষুদ্রঋণ কর্মসূচির বদৌলতে বাংলাদেশে নারীরা তাদের পরিবারগুলোকে দারিদ্রমুক্ত করতে পেরেছেন। কিন্তু শেখ হাসিনার সরকার ড. ইউনূসকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে হটিয়েছে। তিনি বলেন, শেখ হাসিনা কেবল তাতেই ক্ষান্ত হননি, গত মাসে সরকার ৫৫ লাখ ক্ষুদ্র শেয়ারহোল্ডারদের এই প্রতিষ্ঠানটির দখল ছিনিয়ে নিতে চেষ্টা করে। এ বিপুল সংখ্যক শেয়ারহোল্ডারের প্রায় সকলেই নারী যারা সম্মিলিতভাবে ব্যাংকটির ৯৫ শতাংশের মালিকানার দাবিদার। ক্রিস্টফ বলেন, কী নির্মম পরিহাস! নারীর বৈষম্যহীনতার কথা বলে ক্ষমতায় এলেও শেখ হাসিনা এখন সেই ক্ষমতাবলেই এমন একজন ব্যক্তির গোটা জীবনের অর্জনকে ধুলোয় মিশিয়ে দিতে চাইছেন যিনি বিশ্বের সবচেয়ে অসহায় নারীদের জন্য সম্ভাব্য সবটুকুই করেছেন।

তিনি বলেন, সরকার ড. ইউনূস ও তার অর্থনৈতিক কর্মকাণ্ড এবং কর প্রদানের বিষয়গুলো নিয়েও একের পর এক তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে এবং এখন তার সমর্থকরা এই আতঙ্কে দিন কাটাচ্ছেন যে, যে কোনো সময় তাদের এই ত্রাতা গ্রেপ্তার হয়ে যেতে পারেন। ড. ইউনূসকে উদ্বৃত করে মার্কিন এই সাংবাদিক বলেন, তিনি (ইউনূস) বলেছেন, ‘একটি ভয়াবহ পরিস্থিতির মধ্যে পড়ে আছি। আমি জানি না কীভাবে এ থেকে মুক্তি পাবো। ’ ইউনূস তাকে আরও বলেছেন, ‘সরকার যদি গ্রামীণব্যাংককে একটি সরকারি ব্যাংকে পরিণত করার প্রয়াসে সফল হয়ে যায়, তাহলে সবকিছুই শেষ হয়ে যাবে। ’ দিন কয়েক আগে নিকোলাসের সাথে ড. ইউনূসের কথা হয় নিউইয়র্কে ক্লিন্টন গে¬­াবাল ইনিশিয়েটিভে বসে।

নিকোলাস ক্রিস্টফ জানান, বিষয়গুলো নিয়ে প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে চেয়েছিলেন তিনি। নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রীর সাথে হোটেল গ্র্যান্ড হায়াতে তার প্রত্যাশিত সাক্ষাৎকারটি শেষ মুহূর্তে বাতিল করা হয়। এরপর নতুন সময় চাইলে তাও প্রত্যাখ্যান করা হয়। নিবন্ধে শেখ হাসিনার কঠোর সমালোচনায় নিকোলাস বলেন, হয়তো এসব কিছুতেই বিস্মিত হওয়ার কিছু নেই। একজন নারীর নেতৃত্বে যখন দেশ পরিচালিত হচ্ছে, তখন মেয়েদের শিক্ষার সূচক বাড়েনি কিংবা কমেনি মাতৃ মৃত্যুর হার।

প্রমাণ রয়েছে, এখানে নারীরা স্থানীয় নেতৃত্বে কিংবা কর্পোরেট বোর্ডে স্থান পেয়ে ক্ষমতার দাপট দেখাচ্ছেন কিন্তু জাতীয় উন্নয়নে এই নারীদের অবদান নেই। নারীদের জন্য বিনিয়োগ থেকে সুফল পাওয়ার অন্যতম উদাহরণ বাংলাদেশ, এই কথা উল্লে¬খ করে নিকোলাস লিখেছেন, ১৯৭১ সালে পাকিস্তান থেকে স্বাধীন হওয়ার পর একটি বিধ্বস্ত দেশে নারীর শিক্ষা বিস্তারে বিনিয়োগ করা হয় যার ফল হিসেবে মাধ্যমিক স্কুলগুলোতে এখন মোট শিক্ষার্থীর অর্ধেক নারী। একটি মুসলিম দেশের জন্য এটি একটি অনন্য উদাহরণ। বাংলাদেশে আজ যে তৈরি পোশাক শিল্পের বিকাশ তার পেছনেও রয়েছে নারীর অবদান। নারীরা জš§নিয়ন্ত্রণেও এগিয়েছেন।

গড়ে প্রতিটি নারীর সন্তান সংখ্যা বর্তমানে ২.২ জন। ১৯৮০ সালে যা ছিল ৬ জন। সমাজের ও উন্নয়নের মূল স্রোতধারায় নারীর অংশগ্রহণও একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। কিন্তু ড. ইউনূসকে আঘাত করে সেই অগ্রগতিকেই আঘাত করা হচ্ছে। এ বছরের গোড়ার দিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেছিলেন, ‘আমি মুহাম্মদ ইউনূসকে খুব শ্রদ্ধা করি।

আমি শ্রদ্ধা করি তার কাজকে এবং আমি চাই কোনো ধরনের বাধা বিপত্তি ছাড়া তিনি যেনো তার কাজগুলো করে যেতে পারেন। এছাড়া আরও দুই পররাষ্ট্র মন্ত্রী জর্জ সুলৎস ও মেডলিন অলব্রাইটও শেখ হাসিনার কাছে এ বিষয়ে সহায়তা চেয়েছিলেন। কিন্তু শেখ হাসিনা তাদের এই প্রত্যাশায় ইতিবাচক সাড়া দেননি। কোনো ইঙ্গিতও দেখাননি। এখানে একটি তত্ত্ব কাজ করছে যে, শেখ হাসিনা কিছুটা আতঙ্কিত এবং ড. ইউনূসকে একটি হুমকি হিসেবে দেখছেন।

২০০৭ সালে ড. ইউনূস রাজনীতিতে আগ্রহ দেখানোর পর থেকেই এমনটি ঘটছে। অন্য তত্ত্বটি হচ্ছে- ড. ইউনূসের নোবেল শান্তি পুরস্কার জয়ে তিনি ঈর্ষান্বিত এবং তার বিশ্বব্যাপি খ্যাতিতে ভীষণ অসন্তুষ্ট। আরও বিভিন্নভাবে শেখ হাসিনা হতাশাজনক কাজ করছেন। দেশে ঘটে যাওয়া বিভিন্ন হত্যাকাণ্ডে তার বিন্দুমাত্র উদ্বেগ নেই। যে হত্যাগুলো নিরাপত্তা সংস্থার সদস্যরাই ঘটাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

নিউইয়র্ক টাইমেসের অপর সাংবাদিক জিম ইয়ার্ডলির সাম্প্রতিক রিপোর্টে আমিনুল হত্যাকাণ্ডের কথা উঠে এসেছে। রিপোর্টে বলা হয়েছে হত্যাকাণ্ডের আগে নিরাপত্তা সংস্থার লোকেরা তাকে বারবার হুমকি দিয়ে আসছিল। ইউনূসের ভক্তরা চেঞ্জ ডট ওআরজি নামে একটি আবেদনে স্বাক্ষর করছেন জানিয়ে এই নিকোলাস আরও বলেন, আমি মনে করি ড. ইউনূসের পক্ষে এখন আরও বিশ্ব রাজনীতিকের কণ্ঠস্বর জাগ্রত করতে হবে। এ লক্ষ্যে প্রেসিডেন্ট বারাক ওবামাকেও আহ্বান জানান তিনি। নিকোলাস ডি ক্রিস্টফ বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের আরও নারী নেতৃত্ব প্রয়োজন।

রাষ্ট্রপতির কার্যালয় থেকে কর্পোরেট বোর্ড সর্বত্রই নারী নেতৃত্ব আসুক, এটা চাই। তথ্য-প্রমাণ এটাই বলে যে, বহুমাত্রিক নেতৃত্ব সিদ্ধান্তগ্রহণ প্রক্রিয়াকে ত্বরান্বিত করে এবং আমি এও বিশ্বাস করি, নারী নেতৃত্বের পরবর্তী প্রজš§ নারীদের বিষয়গুলোকে আরও গুরুত্বের সাথে বিবেচনা করবে। বাংলাদেশে এখন যা ঘটছে তাতে বলা যায়, নারীর সমতার জন্য যে যুদ্ধ, তা কেবলই নারী ও পুরুষের মধ্যে সংগ্রাম নয়। এটি আরও সুক্ষ্ম একটি বিষয়।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।