আমাদের কথা খুঁজে নিন

   

এই দুনিয়াতে এইসব নিয়ম-কানুন এর দরকার ছিল

আমার আমি , নয়তো শুধুই আমি এই দুনিয়াতে যেসব নিয়ম-কানুন এর দরকার ছিল , ১। একজন মানুষ শুধু একজন সঙ্গীনীর সাথে যৌবন থেকে বার্ধক্যকাল পর্যন্ত কোনোরকম দায়বদ্ধতা ছাড়া জীবন কাটাবে । ২। কাওকে ধোকা দিলে বা মিথ্যা বললে সাথে সাথে শাস্তি পাবে । ৩।

বৃদ্ধ বয়সে কেও ছেলেমেয়ের উপর নির্ভরশীল থাকবে না । ৪। স্বার্থ ছাড়া কেও কারোর সাথে সম্পর্ক রাখবে না , স্বার্থ যখন শেষ সাথে সাথে সম্পর্কও শেষ । ৫। প্রেম ভালোবাসা , মায়া মমতা বলে কিছু থাকবে না , একসাথে ঘুরাঘুরি ,আড্ডা ,বিনোদন সবকিছু একটি বিশেষ নিয়মে পরিচালিত হবে যাতে কারোর প্রতি জবাবদিহিতা করার সুযোগ না থাকে ।

৬। ফিলিংস অনুভুতি এইসব সবকিছু হবে হরমন আর মস্তিষ্কের বিশেষ কিছু ক্যামিকেল রিয়েকশন ফলাফল মাত্র । ৭। যে যে বিষয়ে ইচ্ছুক ,সে সেই বিষয়ে উচ্চতর পড়াশুনা করতে পারবে , ডাক্তার-ইঞ্জিনিয়ার ,ব্যাংকার হতে হবে এমন কোনো কথা নাই , কেও চাইলে রিক্সা বিশেষজ্ঞ অথবা ভিক্ষুকতা নিয়ে অথবা নাস্তিকতা নিয়ে পি.এইচ.ডি করতে পারবে। ৮।

ধনী গরীব বলে কিছু থাকবে না , সবাই হবে সাধারন , আর কোনো সরকার গনতন্ত্র পরিপাকতন্ত্র এইসব থাকবে না , দেশ চলবে পরিবারতন্ত্রের উপর । ৯। কেও চাইলে ইচ্ছে করে কারোর ক্ষতি করতে পারবে না , ক্ষতি করার চিন্তা মাথায় আসলে সেই চিন্তা মস্তিষ্কের বিশেষ ক্যামিক্যাল ব্যাবস্থার মাধ্যমে নি:শেষ হয়ে যাবে । ১০। কেও চাইলে ইচ্ছামতন সন্তান পয়দা করতে পারবে না ,মানুষ একটি নির্দিষ্ট বয়সের পর মৃত্য বরণ করবে ,......।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।