আমাদের কথা খুঁজে নিন

   

"তুই রাজাকার" আসুন প্রতিদিন রাজাকার আর নব্য রাজাকারদের ফোনকরে একথা বলি

চিগিমিকি নামের একটা বিড়াল ছানা আমি রাজাকারেরা আজো সমাজ আর রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে, এদের দৌরাত্ম দেখে আজকে এই স্বাধীন দেশে আমাদের লজ্জা পাওয়া উচিত। আর সেই লজ্জা এবং গ্লানি কিছুটা হলেও কমাতে, অমানুষের বাচ্চা গুলাকে মানসিক চাপে রাখতে, নিজের কৃতকর্ম সামান্য হলেও স্মরণ করিয়ে দিতে আসুন চিহ্নীত যুদ্ধ অপরাধী, লুটেরা, ধর্ষণকারী, পাক সেনাদের দোসর রাজাকার, আল বদর, আল শামসের সদস্য সহ নব্য রাজাকারদের ফোন, ইন্টারনেটের মতো আধুনিক প্রযুক্তি ব্যবহার করে প্রতিদিন অন্তত একবার "তুই রাজাকার" বলি। আপনার আশপাশেই অতি দর্পে সেই রাজাকারেরা আজো ঘুরে বেড়াচ্ছে। আপনি তাদের "তুই রাজাকার" বলতে ভয় পেলে, এই গ্রুপে এসে তাদের চিনিয়ে দিন, যোগাযোগের ঠিকিনা, ফেইস বুক আইডি বা মোবাইল নাম্বার রেখে যান, গ্রুপের সাহসী সদস্যদের কেউনা কেউ প্রতিদিন তাদের "তুইরাজাকার" বলে অন্তত একবার গালদিয়ে লক্ষ শহীদের রক্তের দেনা শোধ করতে এগিয়ে আসবেন। ধন্যবাদ !!!!! যোগদিন ফেইস বুতকের এই গ্রুপে: https://www.facebook.com/groups/tuirajaer/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।