আমাদের কথা খুঁজে নিন

   

যদি সিলেটে এমসি কলেজ ছাত্রাবাসটি পুড়িয়ে দেওয়ার বিচার হত, তাহলে রামুর ওই ঘটনা ঘটার সাহস করত না জনতা।

আমরা হেরে যাইনি। এশিয়া কাপ না জিতলেও তোমরা আমাদের হৃদয় জয় করেছ। আমরা গর্বিত বৌদ্ধ ধর্মাবলম্বী এক যুবকের পবিত্র কোরআন শরিফ অবমাননার প্রতিবাদে কক্সবাজারের রামু উপজেলায় ১১টি বৌদ্ধমন্দির ও ১৫টি ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছে উত্তেজিত জনতা। ভাংচুর করা হয়েছে আরও দুটি বৌদ্ধমন্দির এবং শতাধিক বসতঘর। কক্সবাজারের রামু উপজেলার হাইটুপী গ্রামের উত্তম কুমার বড়ুয়া নামের বৌদ্ধ ধর্মাবলম্বী এক যুবক সামাজিক যোগাযোগ ওয়েবসাইট ফেসবুকে ‘কোরআনের ওপর মহিলার দুটি পা’, ‘আল্লাহ শব্দের বিকৃতি’ ও ‘পবিত্র কাবা শরিফে কেউ নামাজ পড়ছেন, কেউ পূজা করছেন’—এমনসব ছবি পোস্ট করার পর শনিবার রাতে মৃদু বিক্ষোভ হঠাত্ একঘণ্টার মধ্যেই তীব্রতর হয়ে ওঠে।

শনিবার রাত ৯টা থেকে গতকাল সকাল পর্যন্ত বিক্ষুব্ধ জনতার হাতে এসব অগ্নিসংযোগ ও হামলার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রোববার ভোর থেকে রামুতে ১৪৪ ধারা জারি করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ স্থান ও ধর্মীয় স্থাপনায় সেনাবাহিনী, র্যাব, বিজিবি ও পুলিশ মোতায়েন করা হয়েছে। পটিয়ায় বৌদ্ধ বিহারে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। টেকনাফে বিক্ষুব্ধ জনতার ওপর গুলিবর্ষণে ২০ জন আহত হয়েছে। এ ঘটনার পর থেকে পুরো কক্সবাজার জেলায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

রামুর ওই ঘটনাকে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অপচেষ্টা বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা। আমাদের কক্সবাজার প্রতিনিধি আনছার হোসেন, টেকনাফ প্রতিনিধি তাহের নঈম, রামু প্রতিনিধি সোয়েব সাঈদ, পটিয়া প্রতিনিধি এ টি এম তোহা ও স্টাফ রিপোর্টারদের প্রতিবেদনে বিস্তারিত: পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ওয়েবসাইটে পোস্ট করা সেসব ছবির প্রতিবাদে রামু উপজেলায় ১১টি বৌদ্ধ মন্দির ও ১৫টি ঘরবাড়ি পুড়িয়ে দেয় উত্তেজিত জনতা। ভাংচুর করা হয় আরও দুটি বৌদ্ধমন্দির এবং শতাধিক বসতঘর। শনিবার রাত ৯টা থেকে গতকাল সকাল পর্যন্ত বিক্ষুব্ধ জনতার হাতে এসব অগ্নিসংযোগ ও হামলার ঘটনা ঘটে। ওইসব এলাকায় দমকল বাহিনীর গাড়ি ও দমকল কর্মীদেরও যেতে দেয়নি বিক্ষোভকারীরা।

এদিকে কোরআন অবমাননার প্রতিবাদে চট্টগ্রামের পটিয়ায় ৫টি মন্দিরে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ঘটনার পর উত্তম বড়ুয়া পলাতক থাকলেও তার মা ও বোনকে পুলিশ নিরাপত্তা হেফাজতে নিয়েছে। উত্তম কুমার বড়ুয়া রামু সদরের বড়ুয়া পাড়া চেরাংঘাটা এলাকার সুদত্ত বড়ুয়ার ছেলে। অতিরিক্ত পুলিশ সুপার বাবুল আকতার জানান, সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে গতকাল সকাল ৭টা থেকে অনির্দিষ্টকালের জন্য রামু সদর ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়। তবে স্থানীয় পর্যবেক্ষকরা বলছেন, বৌদ্ধ ধর্মাবলম্বী ওই যুবকের দুঃসাহস অবিশ্বাস্য, নজিরবিহীন ও পরিকল্পিত।

তারা বলছেন, পদ্মা সেতু, হলমার্ক কেলেঙ্কারিসহ নানা ঘটনায় বর্তমান সরকারের জনপ্রিয়তার পারদ যখন দু্রত নিচে নামছে এবং তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবিতে বিরোধী দল যখন তীব্র আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে, তখন সরকারের প্রতি জনগণের দৃষ্টিকে অন্যত্র সরিয়ে নেয়ার জন্য দেশি-বিদেশি কোনো শক্তির মদতে পবিত্র কোরআন অবমাননার মতো অকল্পনীয় ঘটনা ঘটানো হয়েছে।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।