আমাদের কথা খুঁজে নিন

   

টি টা খানা খানি

ছোটবেলায় পড়েছিলাম - The অথর্ - টি, টা, খানা, খানি। এর পর থেকে সবসময় যেটা খেয়াল করেছি - এই চারটির যে কোন একটার বদলে আরেকটি ব্যবহার করলে অথর্ ঠিক থাকে। কিন্তু চিন্তা করে দেখেন তো - এমন কোন উদাহরন পান কিনা যেখানে এই একটার বদলে আরেকটা ব্যবহার করা যায় না। আমি একটা পেলাম। সময় জানতে আমরা বলি - কয়টা বাজে? এর বদলে কিন্তু এমন বলা যায়না কয়খানা বাজে? তেমনি উত্তরে বলি - তিনটা বাজে, কিন্তু বলি না তিনখানা বাজে বা এমনটা লিখিও না। এরকম উদাহরন কি আরো আছে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।