আমাদের কথা খুঁজে নিন

   

বড় অঙ্কের কর ফাঁকি দিয়েছেন একতা কাপুর

সম্প্রতি বালাজি টেলিফিল্মসের কর্ণধার একতা কাপুরের অফিস ও বাসায় অভিযান চালিয়েছিল ভারতের আয়কর বিভাগের ১০০ কর্মকর্তা। ওই অভিযানে একতার বিরুদ্ধে বড় অঙ্কের কর ফাঁকির আলামত খুঁজে পেয়েছেন তাঁরা। এক খবরে এনডিটিভি জানিয়েছে, ৩০ কোটি ভারতীয় রুপি কর ফাঁকি দিয়েছে একতার বালাজি টেলিফিল্মস।
একতাকে জিজ্ঞাসাবাদের সময় তিনি বলেন, বালাজি টেলিফিল্মসের হিসাবসংক্রান্ত বিষয় তিনি দেখেন না। তবে করের পুরো অর্থ এবং প্রয়োজনে জরিমানা গুনতেও রাজি হয়েছে একতার বালাজি টেলিফিল্মস।

জানিয়েছে এনডিটিভি।
ঘনিষ্ঠ একটি সূত্র দাবি করেছে, করের অঙ্ক কম দেখাতে উঠেপড়ে লেগেছে বালাজি টেলিফিল্মস। বিভিন্ন প্রজেক্টে খরচের পরিমাণ অনেক গুণ বেশি দেখানোর চেষ্টা করছে প্রতিষ্ঠানটি।
‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন মুম্বাই’, ‘রাগিনি এমএমএস’, ‘দ্য ডার্টি পিকচার’-এর মতো ব্যবসাসফল ছবি উপহার দিয়েছে বালাজি টেলিফিল্মসের অঙ্গপ্রতিষ্ঠান বালাজি মোশন পিকচার্স। ৩ মে মুক্তি পেয়েছে এই প্রতিষ্ঠানের বড় বাজেটের ছবি ‘শুট আউট অ্যাট ওয়াডালা’।

এ ছাড়া, বালাজি টেলিফিল্মসের বেশ কয়েকটি টিভি ধারাবাহিক ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে। ।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।