আমাদের কথা খুঁজে নিন

   

যত নষ্টর মূলে মৌলবাদ

সাম্প্রদায়িক দাঙ্গার পথে বাংলাদেশ। তথ্য প্রযুক্তির এই যুগেও বাংলাদেশে সেই আদি চিত্র। সাড়া পৃথিবীর মানুষ যেখানে মানব কল্যাণের জন্য নানান প্রযুক্তির উদ্ভাবণ করছে সেখানে আমরা আমাদের দেশের ঐতিহ্য ধংস করছি। ইসলাম ধর্মের একটি মাত্র গ্রন্থ প্রবিত্র কোরআন শরিফ। কেউ কি বলতে পারবেন কোরআনের কোন অংশে লিখা আছে " যে তোমরা অন্য ধর্মের উপর আঘাত হানো " বরং হযরত মোহাম্মদ (সাঃ) তার বিদায় হজ্বের ভাষণে বলেছেন ' তোমরা অন্য ধর্ম উপর কোন প্রকার জোড় করোনা।

"আমি কোরআন পরতে পাড়ি এবং কোরআনের বাংলা অর্থও আমি পড়েছি। " যাক এটা বললাম ধর্মের কথা কিন্তু আমাদের দেশে বর্তমান সময়ে দাঙ্গার কারণ কিন্তু ধর্ম প্রচারের জন্য নয়। এটা হচ্ছে রাজনৈতিক ভাবে নিজেদের শক্তি প্রর্দশন। আর যার সাথে সম্পুর্ণ ভাবে জামাত শিবির জড়িত। আমি সিঙ্গাপুর থাকি সিঙ্গাপুরের অবস্থাটা আমি জানি।

বাংলাদেশ এর স্বাধীনতা এবং সিঙ্গাপুরের স্বাধীনতার খুব বেশী ব্যবধান নয়। কিন্তু বর্তমানে সিঙ্গাপুরের ১ ডলার সমান বাংলাদেশের ৬৭ টাকা । সুতরাং পার্থক্যটা খুব সুন্দর ভাবে দৃশ্য মান। কিন্তু বলতে পারেন কেন এত পার্থক্য?????? আমি বলব শুধু মাত্র আমাদের এই সকল ধর্মীয় অপপ্রচার কারী সংগঠন গুলোর জন্য। মৌলবাদীদের জন্য।

তারা নিজেদের স্বার্থের জন্য ধর্মকে বিক্রী করছে। আর যা রূপ ধারণ করছে বৃহত্তর দাঙ্গায়। গতকাল শনিবার রাতে কক্সবাজারের রামুতে বৌদ্ধধর্মাবলম্বীদের শত বছরের পুরোনো ১২টি বৌদ্ধবিহার পুড়িয়ে দেওয়া হয়। এর ফলে কি মুসলিম হিসেবে আমাদের মাথা উচু হলো???? এমনিতেই আমাদের দেশে পযর্টকরা ভয়ে আসতে চায় না তার উপর আমাদের একমাত্র পর্যটকদের আর্কষণ করানোর মতো জায়গা কক্সবাজার। সেখানেও আবার দাঙ্গা!!!!!! তারা নিজেদের স্বাথে কি করছে।

স্বাধীনতার সময় ২লক্ষ মা বোনের ইজ্জত হনন করে ক্ষান্ত হয়নি তারা। আমি কোন রাজনৈতিক দলের গুণ গান এর জন্য এই পোস্ট করছিনা শুধু বলতে চাই দয়া করে এই ধর্ম ব্যবসায়ীদের প্রতিহত করুন। ধর্ম নিয়ে রাজনীতি বন্ধ করুণ। নয়তো এই সাম্প্রদায়িক দাঙ্গার ফল কিন্তু আমাদের কেউ ভুগতে হবে। আপনার আমার পরিবারও কিন্তু দাঙ্গার শিকার হতে পারে।

 ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।