আমাদের কথা খুঁজে নিন

   

গাধা মানবের বুলেট সিভি রাইটিং(বাচ্চারা দূরে যাও)

ব্লগার না পাঠক হওয়ার চেষ্টায় আছি একদা বাসে বসিয়া মনের আনন্দে রোদ হইতে বাঁচার লাগিয়া “বাংলাদেশ প্রতিদিন” নামক টিস্যু পেপার কিনিলাম। কিনিয়া মনের আনন্দে পড়া শুরু করিলাম। হঠাত যুবক বয়সী এক বড় ভাই বাসে উঠিয়া বিভিন্ন বইয়ের গুণকীর্তন করিতে লাগিলেন। যদিও উহার এই আজাইরা গুণকীর্তন শুননের টাইম আমার নাই। উহার চেয়ে পত্রিকায় হীনা-বিনা-সানিয়ার রগরগে বর্ণনা পড়াই উত্তম! ক্ষণকালের মইধ্যে ওই বড় ভাই পাগলা পীর সাহেব বলা শুরু করিলেন যে উনার কাছে সিভি রাইটিং এর ভালু বই আছে! আমি উনার দিকে আড়চোখে তাকাইলাম।

অতঃপর উনি যাহা বলিলেন তাহা শুনিয়া আমার মাথা ১৮০ ডিগ্রী এঙ্গেলে চক্কর খাইয়া গেল। উনি বলিলেন, ভাইয়ারা অনেকেই ঠিকমত সিভি লেখিতে পারেন না বলিয়া চাকরী পান না, এমনকি ভাল বউ পর্যন্ত পান না! তাহার কাছে থাকা বই দিয়া নাকি ভালু সিভি লেখন যায়। বইয়ের দাম অতিশয় কম। আমি তৎক্ষণাত কহিলাম, “ইহা কি সিভি রাইটিং এর বুলেট বই নাকি!” বড় ভাই কিঞ্চিত টাস্কিত হইয়া কহিলেন বুলেট কিরে ভাই? আমি কহিলাম, সাইফুরসে ইংলিশ পড়লে যেমুন বুলেট ইংলিশ পারা যায়, এইখান হইতে বই কিনিলে বুলেট সিভি রাইটিং করা যাবে কি না? বড় ভাই অতীব বিমর্ষ দৃষ্টিতে আমার দিকে তাকাইলেন। অতঃপর বাস হইতে নামিয়া গেলেন।

তৎক্ষণাৎ আমার মনে লইল দেখা যাক আমি সিভি লেখিতে পারি কি না! ডিজুস যুগে আমার বিবাহ তথা গার্লফ্রেণ্ড পাওয়ার আশায় নিম্নরূপ সিভি রেডি করিয়াছি। গার্লফ্রেন্ডের জন্য সিভি- কথাখানা শুনিয়া কেউ টাস্কিত হইয়েন না! যেমনে লুলামী এবং ভালুভাসাভাসি বাড়িতেছে সেইদিন আর বেশি দেরী নাই যখন পেপারে বয়ফ্রেন্ড চাই বা গার্লফ্রেন্ড আবশ্যক শীর্ষক বিজ্ঞাপন আসিবে। নামঃ গাধা মানব আইকিউঃ বোয়াল মাছের চেয়েও নিচে! অনেকটা গোল্ড ফিশের কাছাকাছি! শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি এবং এইচএসসিতে ভুল করিয়া গাধার মান-সম্মান সমূলে ডুবাইয়া এ পিলাচ পাইয়া গেছিলাম। এখন পড়া লেখা ছাড়ি দিয়া ঘর-জামাই থাকিতে আগ্রহী! শর্ত হইল ললনাকে অবশ্যই আগুন সুন্দরী হইতে হপে। ফিগার মাঝারি হইলেও কুনু দুষ নাই।

কন্যার বাবার যথেষ্ট পরিমাণ টাকা থাকা বাঞ্ছনীয়! ভবিষ্যত পরিকল্পনাঃ একখান কসমেটিকসের দুকান দেওয়া! তা না পারিলে ঈদের আগে সর্বক্ষণ দুকানে সেলসম্যান হিসাবে থাকা! ইহার কারণ বিস্তারিত বলার দরকার নাই। লুলরা বুজিয়া লন। বিশেষ গুণঃ সুন্দরী ললনা থুক্কু টাইট ফিট জিন্স-ফতুয়া কিংবা শার্ট প্যান্ট পড়া ললনাদের দিকে হা কইরা তাকাইয়া থাকা! বিশেষ দুষঃ এলাকায় আগুন সুন্দরী মেয়েদের খপর না রাখা। দর্শনীয় স্থানঃ ওয়াটার ওয়ার্ল্ড, ওয়াটার কিংডম, ফয়েজ লেক ইত্যাদি। (ব্যাপুক লুল হওনের ইমো) প্রিয় খেলাঃ ক্রিকেট।

তবে মেয়েদের সকল খেলাই ভালু লাগে। বিশেষত রেসলিং। প্রিয় খেলোয়ারঃ বলা যাবে না। তবে মারিয়া শারাপুভার দিকে সামান্য দুর্বলতা আছে। প্রিয় নায়কঃ পুলারা আর কি অভিনয় করিবে! অভিনয় সুন্দর হয় নায়িকাদের গুণে।

প্রিয় নায়িকাঃ আপাতত “দেহরক্ষী” মুভির নায়িকা সুহানা ওরফে ববি। উহার ফিগার মাশাল্লাহ! ও ভালু কথা, ভালুভাসার ঢং থুক্কু রঙ ছবির নায়িকাকে অনেকক ভাল্লাগে! কি তাহার নাম! মাহিয়া মাহি! নাম শুইনাই ফিদা! আল্লার কিরা! প্রিয় গানঃ অনেক গানই পিরিও। তয় সক্কল ইংলিশ ভিডিও গান দেখতে অনেক ভালু লাগে! পুনশ্চঃ ইহা একটি বুলেট সিভি। গার্লফ্রেন্ড নির্বাচনে কিংবা বিবাহের পূর্বে এই ধরণের বুলেট সিভি ব্যবহার না করাই উত্তম! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।