আমাদের কথা খুঁজে নিন

   

” একে তো নাচোনি বুড়ি তার উপর ঢোলের বারি “

গোপনীয় চাকরীর জন্য দেশে যে সম্যসা ছিল এখন আরতা হবে না সরকার মুক্তিযুদ্ধাদের সন্তান,সন্তানের বৌ,তাদের সন্তান,তাদেরও সন্তানদের চাকরীর ব্যবস্তা করে দিয়েছে । এখন আর চাকরীর জন্য দেশে সম্যসা থাকবে না । চাকরীর যে সম্যসা ছিল তা এখন অতিত হয়ে যাবে । যে খানে মুক্তিযুদ্ধাদের খবর রাখা হয় না , যে খানে তারা খেতে পাচ্ছে না , থাকার জন্য যায়গা পাচ্ছে না সে দিকে খেয়াল নেই । পত্রিকায় এতো লেখা লিখির পরেও সে দিকে নজর পরছে না ।

এতো পড়া লেখা করে , একটা ভাল রেজাল্ট করে , চাকরী পাওয়া যাচ্ছে না ঘুস এর অভাবে । এখন আবার আমার বাবা মুক্তিযুদ্ধা কি না তারও একটা সার্টিফিকেট আনতে হবে । আমার ভাই মেধা তালিকায় প্রথম হয়ে চাকরী পেলো না মুক্তিযুদ্ধার নাতী না হবার কারনে । আগে ছিল ঘুস এখন যোগ হয়েছে মুক্তিযুদ্ধার সার্টিফিকেট । ” একে তো নাচোনি বুড়ি তার উপর ঢোলের বারি “ এখন কি তাহলে এই চাকরীর জন্য আরেকটা যুদ্ধ লাগাতে হবে যে খানে আমাদের বাবা কে দিয়ে যুদ্ধ করিয়ে একটা মুক্তিযুদ্ধার সার্টিফিকেট আনাবো ।

আমাদের মা-বাবা এতো কষ্ট করে নিজেদের জন্য কিছু না করে আমাদের পড়া লেখা করালেন তার কি কোন দাম নেই । [ আপনারা ভাববেন না আমি মুক্তিযুদ্ধাদের অপমান করছি । আমি তাদের সন্মান করি করব । তাই বলে যাদের কে ভালরাখার কথা, যা দেখার কথা তা তো হচ্ছে না । ] ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।