আমাদের কথা খুঁজে নিন

   

ছোটগল্প 'চিঠি'

আমার লেখা কেও পড়ুক আর না'ই পড়ুক, আমি লিখব, লিখেই যাব। "আহমেদ সজীব আমান। " চিঠি ‘এই রনি এদিকে আয় । ’ বাসা থেকে সকাল বেলা বের হচ্ছিল এমন সময় বাবার চড়া গলার ডাক শুনে থমকে গেলাম। আমি কি কিছু করেছি মনে মনে ভাবলাম নাহ্ মনে তো পড়ছেনা।

বাবা সাধারণ উচু গলায় কথা বলেননা, সবসময় চুপচাপ থাকেন তার পরেও বাড়ির সবাই তাকে যমের মত ভয় পাই । এই সব ভাবতে ভাবতে বাবার কছে যাচ্ছি । ‘জ্বি আব্বা । ’ ‘এতো সকাল বেলা কোথায় যাও । ’ সর্বনাশ বাবা তো পুরা ক্ষেপে আছে যখন বাবার মাথা হট থাকে তখন সবাইকে তুমি বলে আর যখন সুপার হট হয় তখন আপনিতে চলে যায় ।

‘জ্বি, ক্লাসে যায় । ’ ‘মিথ্যা কথা বলাতো ভালই শিখেছেন । ’ ‘ওরে বাপরে আজ আমার খবর খারাপ। আমার ভাগ্যে কি আছে এক আল্লাহ জানে। ’ ‘কি কথা বলেন না ক্যান?’ ‘জ্বি আসলে......’ ‘আমি কি আপনার কলেজের মাস্টার যে প্রতি কতার আগে জ্বি লাগাতে হবে?’ ‘না মানে ইয়ে .....।

' ‘লেখা নেই পড়া নেই সারাদিন মেয়েদের পেছনে ঘুরে বেড়ানো। ঘুরে বেড়ান ভালকথা মেয়েরা আমার বাড়িতে আসে ক্যান, আবার আমাকে চিঠিও দিয়ে যায়। বলে “রনিকে এটা দিয়েন প্লিজ খুব আজেন্ট” । তোর আজেন্টের আমি কেঁথা পুড়ি। বেয়াদব মেয়ে।

’ আমিতো শেষ কে চিঠি দিবে আমাকে তাও আবার আমার বাপের কাছে? পুরো বারেটা বেজেগেছে আমার । ‘এই নেন চিঠিটা আমার সামনে জোরে জোরে পড়েন । ’ খাম ছিড়ে চিঠি বের করে তো আমি পুরো ‘থ’ সাথে বাবার ও। সাদা কাগজ, কোন লেখা নেই । বুঝলাম পাঁজি কণাই এই কাজটা করেছে।

আমার হার্ডও্যয়ারে যেন সফটও্যয়ার ফিরে আসল । বাবা বললেন, ‘যা কলেজে যা । ’ বাসা থেকে বের হয়ে আসলাম। আচ্ছা কণা মেয়েটা এমন কেন? মেয়েট‍াকে যেদিন প্রথম দেখলাম .... রেল স্টেশনের সামনে দঁড়িয়ে আছি। ফুয়াদের আসার কথা ।

সালা হারামি কয় ‘দোস্ত প্লিজ তুই আধঘন্টা দাঁড়া আমি আসছি। ’ বন্ধুবরের কথা মত দাঁড়িয়েই আছি । সাইন বোডের লেখা পড়ে সময় কাটাচ্ছি । ‘কলকাতা হারবাল ১০০% , গ্যারান্টি সহকারে আপনার যাবতীয় সমস্যার সমাধান করা হয়। ’ এমন সময় কেও আমার পা মাড়িয়ে দিল, ‘কোন শালারে’ বলে তকিয়েতো অমি পুরা টাসকি খাইয়া গেলাম।

দেখলাম এক অপূর্ব সুন্দরী মেয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে । সুন্দরী মেয়ে দেখলে নাকি ছেলেরা ট্যারা হয়ে যায়। এটা বাস্তবে আমি পর্যবেক্ষণ করলাম। মেয়েটার ঠোঁটের নিচে একটা লাল তিল, যেটা তার সৌন্দয্যকে হাজার গুনে বড়িয়ে দিয়েছে। আচ্ছা আমি বাস্তবে তো? নাকি সপ্ন দেখছি ।

আসলে বাস্তবে এমন মেয়ে দেখা যায়না । ‘সরি ভাইয়া আসলে আমি খেয়াল ‍করিনি । I am so sorry.’ আমি কোন মতে বললাম, ‘Its ok.’ ঘুরতেই দেখি ফুয়াদ, পেছনে দাঁড়িয়ে জ্বালাময়ী হাসি হাসছে । ‘দোস্ত জোস মাইয়া তো । তোর সাথে জব্বর মানাবে।

’ ‘চুপ বান্দর । এতক্ষণ কই ছিলি । পারমানবিক (প্রামানিক) স্যারের ক্লাস টেস্ট আছে দিবি না? চল ইউনিভার্সিটিতে যায়। ’ ‘জো হুকুম ব্রো!’ কণার সাথে দ্বিতীয়বার দেখা হল ইউনিভার্সিটিতে। ফিজিক্স ল্যাবের পাশে দাঁড়িয়ে আছি পেছন থেকে কে যেন ডাক দিল ‘ভাইয়া’ ।

ঘুরে তাকাতেই আমার চক্ষু চড়ক গাছ ‍অবস্থা। দেখি সেই মেয়েটি দাঁড়িয়ে । আমি তো পুরা হতভ্বম্ব । বললাম, ‘তুমি এখানে পড়?’ ‘হ্যা ফিজিক্স ফাস্ট ইয়ার । ’ ‘তোমার নামটা যেন কি?’ ‘কণা।

’ ‘আমি....’ ‘জানি আপনার নাম রনি । আপনি ফিজিক্স 3rd ইয়ারের Student ক্লাসের ফাস্ট বয়। আচ্ছা আপনাকে সবাই নগা আর্কু বলে ডাকে কেন?’ খাইসে এই মাইয়া আমার পুরা প্রোফাইল জাইনা বইসা আছে । কিন্তু কেন? ‘ভাইয়া বলেন না কেন?’ ‘না এমনি আমার ক্লাসের সবার একটা করে নাম আছে। আমার টার পূর্ণ অর্থ ন্যাংটা আকিমিডিস ।

’ হা হা হা হাঁসি, এমন সুন্দর হাঁসি কোন দিন শুনিনি। আমি মেয়েটার প্রেমে পড়ে গেলাম। কিন্তু কিভাবে তাকে প্রস্তাব দিব তা ভেবেই পাচ্ছিনা। একদিন পুরা ডিটারমাইন্ড হয়ে কণাকে ডাকলাম, আজ তাকে প্রস্তাব দিব ? ডিপার্টমেন্টের পেছনে বসে আছি । কেও একজন আমার ঘাড়ে হাত রাখল ঘুরে দেখি কণা ।

বসতে বসতে বলল ‘কি সমস্যা ?’ ‘সমস্যা মানে ?’ ‘ডাকলেন ক্যান? ক্লাস ছিল তো ...’ ‘আমি তোমাকে কয়েকটি গুরুত্বপূণ কথা বলব খব মনোযোগ দিয়ে শুনবে। ’ ‘আমি জানি আপনি কি বলবেন। ’ ‘মানে?’ ‘আপনি বলবেন, তোমার চোখ সুন্দর, তোমার হাঁসি সুন্দর, তুমি দেখতে পরীর মত। তোমাকে আমার খুব পছন্দ। শেষে এক কথা দু কথা বলে বলবেন আই লাভ ইউ ’ ।

’ ওরে এই মাইয়া কি থট রিডিং জানে নাকি প্রচুর শুইনা অভ্যস্ত? কোন কুক্ষণে যে এরে এখানে ডাকছিলাম । আবার সে বলল, ‘কি ঠিক বললাম না?’ ‘এসব শোনার পর তুমি কি বলবে?’ ‘তা তো বলা যাবে না আগে বলেন আমাকে তারপর দেখি কি করা যায়?’ ‘আই লাভ ইউ । ’ এটা শুনে কণা শধু হাসলো কোন কথা না বলে উঠে চলে গেল, আর আমি গাধার দৃষ্টিতে তাকিয়ে থাকলাম । পরে অবশ্য আমাকে পজেটিভ উত্তর জানায় তারপর থেকে শুরু হয় আমার প্রেমিক জীবন। মনের যতটুকু ভালবাসা আছে সবই তাকে দান করলাম ।

সেও আমাকে প্রচন্ড ভালবাসে । কণা অদ্ভুত কাজ করতে পছন্দ করত। একদিন আমি আর ও একসাথে আইসক্রিম খাচ্ছি সে বলল, ‘অ্যাই তোমাদের বাড়িতে আমাকে নিয়ে যাবে না । ’ ‘কি? মাথা খারাপ না পেট খারাপ? আমার বাপরে তো চিন না তাই এই কথা বলছ । একদম আশরাফুল কে আউট করার মত করে আমাকে বাড়ি থেকে সোজা বোল্ড আউট করবে।

’ ‍ ‘ও তাই , ঠিক আছে এই বোলারকে একদিন দেখে আসতে হবে। ’ ‘খবরদার তোর পায়ে পড়ি তুই যাইস না । ’ ‘দেখা যাবে । ’ দেখলেনই কিরকম রিয়্যাকশান করল আমার বাপ। এখন ইউনিভার্সিটি যাচ্ছি কণার সাথে একটু বোঝাপড়া আছে ।

তার একদিন কি আমার ‍একদিন । রাবির গেট দিয়ে ঢুকতেই দেখলাম কণা । আজ সে সম্পূর্ন সাদা পোষাক পরেছে, দেখে মনে হচ্ছে এ যেন এক স্বাক্ষাত হুর । মেয়েদের এত সুন্দর হতে হয়না ও এত সুন্দর কেন ওকে দেখলেই বুকের কাছে একটা ব্যাথা অনুভব করি, যদি তাকে হারিয়ে ফেলি এই ভয়ে । এসেছিলাম ওকে কড়া কথা বলতে... আর নাহ, আমি পারবনা এই মেয়েকে কোন দিনও কষ্ট দিতে, শুধু পারব তাকে ভালবাসতে হৃদয়ের সবটুকু ভালবাসা দিয়ে।

কণার ব্যাগ্র কণ্ঠস্বর শুনা যাচেছ, ‘অ্যাই এমন হ্যাবলার মত তাকিয়ে কি দেখছ? অ্যাই কি হইসে তোমার ? অসুখ করেছে অ্যাই ...’ সত্ত্ব – আহমেদ সজীব আমান । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।