আমাদের কথা খুঁজে নিন

   

চমক হাসানের গনিত -রঙ্গ বা গান ! লিংকসহ

স্বার্থপরতাকে ঘৃণা করি তীব্রভাবে (গনিতের মজা পেতে চাইলে দেখুন । সত্যি শিখতে পারবেন । ) চমক হাসান - সত্যিকারের চমক দেখানোর মতো একজন মানুষ ! আমি জীবনে তাকে কখনো দেখিনি কিন্তু তার অনেকগুলো গনিতের উপর লেকচার সত্যিকার অর্থে গনিতের প্রতি আমার মতো স্বল্প গনিতজানা মানুষকে গনিত শিখতে উৎসাহিত করছে প্রতিনিয়ত । যারা বিজ্ঞান বিষয়ক পড়াশোনা করেছেন অথবা উদ্ভাস এ কোচিং করেছেন তারা হয়তো উনাকে আরো ভালোভাবে চিনেন । আমি গত কিছুদিন ধরে তার গনিতরঙ্গ এর সাথে তার গানের ভক্ত হয়ে গেছি ! একটা মানুষ জীবনে যে কত পরিমান জানতে পারেন , কাজে লাগাতে পারেন তার একটা বড় উদাহরণ এই ভাইয়া ।

আমি উনার অনুমতি না নিয়েই এখানে তার ইউটিউবে দেওয়া কয়েকটা গান আর গনিতের উপর দেওয়া লেকচারের লিংক দিলাম । যারা গান শুনতে পছন্দ করেন বা যারা গনিত ভালোবাসেন আশা করি আমার মতো তাদের কাছেও অনেক ভালো লাগবে ভিডিওগুলো । (যেহেতু ইউটিউবে দেওয়া আছে ভিডিওগুলো তাই ভাবলাম এটা সবার জন্য উন্মুক্ত) । গত নিশি কোথায় ছিলে (একটি লোকগান ) । অসাধারণ লেগেছে !! তার নিজের লিখা গান ঃ কিছু সুর এসে যায়... ভালো আছি ভালো থেকো (উৎসর্গ) করেছেন বহুদূরে থাকা প্রিয় মানুষকে ভ্রমর কইও গিয়া আমি অপার হয়ে বসে আছি প্রসঙ্গত আমি যতদূর জানি , উনি এখন সাউথ ক্যালিফোর্নিয়ায় আছেন আর সেখানে রের্কড করা হয়েছে উপরে দুইটা গান ।

যারা গনিত ভালোবাসেন বা ভাওয় পান তাদের ভয় দূর করার জন্য নিচের ভিডিওগুলো । ভালো লাগলে নিজের কাছে রেখে দিবেন । কাজে লাগবে । গনিতরঙ্গ১ :: গনিতরঙ্গ ২ ::: (গনিতের নিষ্ঠুরতা । গনিতের প্রথম শহীদ !!) গনিতরঙ্গ ৩::: (শুন্য কি ?? জানতে হলে দেখুন !!) গনিতরঙ্গ ৪ :: গনিতরঙ্গ ৫:: (মাথায় চুল কয়টি !! ) গনিতরঙ্গ ৬:: (মিস্টার বাটা !! ) গনিতরঙ্গ ৭:: প্রিয় পাই !! (পাই কি ??!! অসাধারণ একটা লেকচার ) গনিতরঙ্গ ৮ :: অসীম ও কুমড়া !! গনিতরঙ্গ ৯: (ডিজে পিথাগোরাস !! আসলে কেমন ছিলেন তিনি ~!?? ) আপাততো আমি যতটা সম্ভব এখানে লিংক দিয়ে রাখলাম ।

এখানে উল্লেখ্য যে কারো যদি এই লিখাটা ভালো না লাগে সেটার জন্য আমাকে দায়ী করা যাবে না । আমি নিজের সংগ্রহে রাখার জন্যে এখানে লিখাটা দিয়ে রাখলাম । আর আমি জানি না ইউটিউবের লিংক কাজ করবে কিনা ?? আমার তো ঠিকই কাজ করেছে । কারো যদি সত্যি ভালো লাগে গনিতের রঙ্গগুলো বা গানগুলো অবশ্যই শুনবেন । আমার কাছে মনে হয়েছে ব্যাপারটা অসাধারণ ।

আর চমক হাসান ভাই যদি এই লিখার জন্য কখনো রাগ করেন আমাকে মাফ করবেন । কারণ আমি সবার সাথে ব্যাপারটা শেয়ার করার লোভ সামলাতে পারলাম না । ভালো থাকবেন সবাই । বহুদিন পড়ে সামুতে এলাম । আশা করি আবার অনেকদিন পড়ে দেখা হবে ।

টাটা ! ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।