আমাদের কথা খুঁজে নিন

   

ফরিদপুরে মহিলার গলিত লাশ উদ্ধার

মৃত ফরিদা বেগম (৫০) রাজবাড়ী জেলা পরিষদের সাবেক সচিব আকরাম হোসেনের স্ত্রী।
ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. নাসিরউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ধারণা করা হচ্ছে দুদিন আগে ফরিদার মৃত্যু হয়েছে।
তিনি বলেন, লাশ মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা না স্বাভাবিক মৃত্যু তা ময়নাতদন্ত প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে।
এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে, বলেন এসআই নাসিরউদ্দিন।
নিহতের ছোটবোন শাহানা বেগমের অভিযোগ, জমির মালিকানা নিয়ে বিরোধের জের ধরেই তার বোনকে হত্যা করা হয়েছে।
তিনি জানান, একটি চক্র জাল দলিল করে দীর্ঘদিন ধরে ফরিদার বাড়ি ও জমির মালিকানা দাবি করছিল ও প্রাণনাশের হুমকি দিচ্ছিল।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০১০ সালের ২৭ ফেব্রুয়ারি ফরিদার একমাত্র ছেলে লিমনকে রাতে শোবার ঘরে হত্যা করে দুর্বৃত্তরা।
এ ঘটনায় এলাকার কৌশিক, নাহিদ ও জাহিদ নামের তিনজনকে আসামি করে মামলা করা হলেও এখনো কেউ গ্রেপ্তার হয়নি।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে ১৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.