আমাদের কথা খুঁজে নিন

   

চট্টগ্রামে ভারী বর্ষণে দুর্ভোগ

শনিবার সকাল থেকে নগরীতে থেমে থেমে বৃষ্টি হয়। দুপুরে টানা দুই ঘণ্টার ভারী বৃষ্টিতে হাঁটু থেকে কোমর পানিতে তলিয়ে যায় নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও গলিসমূহ। এ সময় যানবাহন চলাচলে কিছুটা বিঘœ ঘটে।
বৃষ্টিতে নগরীর তিন পোলের মাথা, অপর্ণাচরণ স্কুল, নন্দনকানন এলাকার দুই ও তিন নম্বর গলি, চকবাজার, দুই নম্বর গেট, জিইসি মোড়, বহদ্দারহাট, আগ্রাবাদ, মেহেদীবাগ, হালিশহর, মুরাদপুরসহ বিভিন্ন এলাকার সড়ক পানিতে তলিয়ে গেছে। এ ছাড়া মৌসুমের প্রথম বৃষ্টিপাতে ওইসব এলাকার বিভিন্ন বাসা-বাড়িতেও পানি প্রবেশ করে।

এতে দুর্ভোড়ে পড়েন অধিবাসীরা। এছাড়া নগরীর সর্ববৃহৎ ফলের আড়ত বিআরটিসি’র ফলমণ্ডীর বিভিন্ন দোকানেও পানি ঢোকে।  
পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়া কর্মকর্তা মো. শাহীদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১৬২ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।
আবহাওয়ার সর্তক বার্তায় তিনি জানান, সন্ধ্যার পর চট্টগ্রাম ও এর আশেপাশের এলাকায়  ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কম।
এদিকে চট্টগ্রামের রাউজানের হলদিয়া নন্দীর খিল এলাকায় এলাকায় বজ্রপাতে আবু বক্কর (৮) নামে এক শিশু নিহত হয়েছে।

এ সময় তার বোনসহ আরো তিন শিশু আহত হয়েছে।
হলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান,  সকাল সাড়ে ৮টার দিকে স্কুলে যাওয়ার পথে বজ্রপাতে তারা আহত হয়। ঘটনাস্থলে আবু বক্কর মারা যায়।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.