আমাদের কথা খুঁজে নিন

   

মুসলিম-খ্রিস্টান দাঙ্গায় নাইজেরিয়ায় নিহত ৩৯

স্থানীয়দের বরাত দিয়ে বিবিসি জানায়, শুক্রবার উকারি শহরে খ্রিস্টান ধর্মাবলম্বী জুকুন নৃগোষ্ঠির এক নেতার শবযাত্রায় সংঘর্ষের সূত্রপাত হয় । সংঘর্ষের পর শহরটিতে ২৪ ঘণ্টার কারফিউ জারি করা হয়েছে স্থানীয় প্রশাসন । শোকাহত শবযাত্রীরা মুসলিম অধ্যুষিত এলাকা অতিক্রম করার সময় বিভিন্ন রকম শ্লোগান দিতে থাকে যা এলাকার বাসিন্দাদের উত্তেজিত করে তোলে। একজন সেচ্ছাসেবক বার্তা সংস্থা এএফপিকে জানায়, সেখান থেকে অন্তত ২০টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আরো মৃতদেহের খোঁজে শহারের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন তারা । তবে নিরাপত্তার কারণে নিজের নাম প্রকাশ করতে চাননি এই উদ্ধারকারী। গত ফেব্রুয়ারি মাসে ওই শহরে একটি ফুটবল ম্যাচে সৃষ্ট উত্তেজনার পর তা জাতিগত দাঙ্গায় রূপ নেয়।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।